• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭২+ বছর বয়সে ‘সেফ এক্সিট’ ভাবা দুঃখজনক: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক    ৯ অক্টোবর ২০২৫, ১১:২৫ এ.এম.
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান-ছবি সংগৃহীত

সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আজ ৭২ বছরের বেশি বয়সে যদি তাকে ‘সেফ এক্সিট’ নেওয়ার কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তিনি এই আক্ষেপ প্রকাশ করেন ফেসবুকে।

উপদেষ্টা ফাওজুল কবির জানান, উপদেষ্টা হিসেবে যোগদানের পর থেকে তার রোজনামচা যথেষ্ট ব্যস্ত। “গতকালও রাত আটটায় বাসায় ফিরেছি। পদে থাকাকালীন আমি কখনও অন্যায় সুবিধা গ্রহণ করিনি। আত্মীয়, বন্ধু-বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দেওয়া হয়নি। নিজের সামর্থ্যের সবটুকু জনগণের সেবায় ব্যবহার করেছি।”

তিনি আরও বলেন, শিক্ষকতার সময় যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগও গ্রহণ করেননি। এদিকে, প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলামের মন্তব্যের ওপর তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করতে চাননি।

অপরদিকে, হেলমেটবিহীন মোটরসাইকেল নিয়ে যাত্রার প্রসঙ্গে ফাওজুল কবির জানান, সাত-আট কিলোমিটার রাস্তা এক ঘণ্টা অবস্থানের পরও অগ্রগতি না হওয়ায় তিনি প্রথমে পায়ে হেঁটে এবং পরে মোটরসাইকেল যোগে রওনা দেন। মোটরসাইকেল খুঁজে বের করার সময় দেখা যায় চালক ও যাত্রীর কেউ হেলমেট পরেননি। দশটি মোটরবাইকের মধ্যে কেবল একটি হেলমেট পাওয়া যায়, যা নিজে পরেই রওনা দেন। তিনি পুলিশ, বিআরটিএ ও জেলা প্রশাসনকে হেলমেটবিহীন বাইকচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকাতে পারবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা
ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
ভিসা জটিল হয়ে গেছে, আমাদের ঘর গোছাতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
সবাই যদি রাস্তা চায়, কবরে যাওয়ার রাস্তাও থাকবে না: উপদেষ্টা
সবাই যদি রাস্তা চায়, কবরে যাওয়ার রাস্তাও থাকবে না: উপদেষ্টা