• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

থানায় হ্যান্ডকাপ হাতে ছবি, ভাইরাল আ.লীগ নেত্রী

কুমিল্লা প্রতিনিধি    ৯ অক্টোবর ২০২৫, ১১:৩১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পলাতক সাবেক এমপি বাহার কন্যা তাহসিন বাহারের আস্থাভাজন নারী নেত্রী সালমা আক্তার নূপুর আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভেতরে পুলিশের টেবিলে বসে হাতে হ্যান্ডকাপ নিয়ে ছবি তোলেন তিনি। ছবিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, সাধারণ মানুষ থানার ভিতরে প্রবেশ করতে ভয় পান, অথচ নূপুর কোনো বাধা ছাড়াই থানার টেবিলে বসে ছবি তুলেছেন। তার সঙ্গে ছিলেন কথিত বৈষম্যবিরোধী নারী সমন্বয়ক জান্নাত।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নূপুর সম্প্রতি আরেক নারীর সঙ্গে ঝামেলা মেটাতে থানায় যান। তখন তিনি সমন্বয়ক জান্নাতকে সঙ্গে নিয়েছিলেন। সূত্ররা বলছেন, নূপুর বিগত সময়ে স্বৈরাচারী মেয়র সূচীর আস্থাভাজন ছিলেন এবং বিভিন্ন কর্মকাণ্ডে তার প্রভাব ছিল।

সচেতন নাগরিকরা প্রশ্ন তুলেছেন, সাধারণ মানুষ যেখানে থানায় ঢুকতেও ভয় পান, সেখানে রাজনৈতিক পরিচয়ে কেউ পুলিশের টেবিলে বসে ছবি তুললে পুলিশের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।

সালমা নূপুর ছবি নিয়ে বলেন, “আমি মজা করে ছবিটি তুলেছি এবং মজা করেই ফেসবুকে পোস্ট করেছি। থানার পক্ষ থেকে যদি কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়, আমি ওসিসহ সেকেন্ড অফিসারকে ম্যানেজ করেছি। পোস্ট ডিলেট করেছি। নিউজ করলে দেখুন।”

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “সমন্বয়ক জান্নাত একজন নারীকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দিতে এসেছিলেন। আমি জানতাম না ওই নারী আ.লীগের। নূপুর কীভাবে হ্যান্ডকাপ হাতে ছবি তুলেছে তা জানি না।”

সেকেন্ড অফিসার কুতুবউদ্দিন বলেন, “এক অফিসার হ্যান্ডকাপটি টেবিলে রেখে ওয়াশরুমে গিয়েছিলেন। নূপুর তখন ছবি তুলেছেন। যেহেতু জান্নাত নূপুরকে সঙ্গে এনেছেন, আমরা কিছু বলিনি।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
নড়াগাতীতে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
সোনাগাজীতে শটগান ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশকে সাময়িক বরখাস্ত
সোনাগাজীতে শটগান ছিনতাইয়ের ঘটনায় ৬ পুলিশকে সাময়িক বরখাস্ত
ফেনীতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে ছাত্রদল
ফেনীতে বিএনপি ঘোষিত ৩১ দফা প্রচারে মাঠে ছাত্রদল