ভোটকেন্দ্র পূর্বের স্থানে বহাল রাখার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন


নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চন্দ্রপতি খিলা ভোটকেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায়, নেত্রকোনা জেলা নির্বাচন অফিসের সামনে ৯ নম্বর চল্লিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চন্দ্রপতি খিলা ভোটকেন্দ্রটি হঠাৎ করে স্থানান্তর করার সিদ্ধান্তে এলাকাবাসী উদ্বিগ্ন। পূর্বের স্থানে কেন্দ্র বহাল না থাকলে সাধারণ ভোটারদের ভোগান্তি বাড়বে এবং ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন চল্লিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সোহাগ, মোঃ তারা মিয়া, মোঃ আলম, মোঃ হুমায়ুন কবির মিটারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা দ্রুত ভোটকেন্দ্র পূর্বের স্থানে পুনর্বহালের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ভিওডি বাংলা/ এমএইচ