অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা মমতার


বলিউড হোক বা টলিউড, ৯০-এর দশকের প্রজন্ম হোক বা বর্তমান, সবাই তাঁকে এক নামে চেনে-‘বিগ বি’ কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। শারীরিক বা মানসিক কোনো বাধাই তাঁর স্বপ্নপূরণের পথে বাধা দিতে পারেনি। ৮৩ বছর বয়সেও তিনি সমান উদ্যমে কাজ করে যাচ্ছেন।
প্রতি বছর ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন পালন করা হয়। এবারও ব্যতিক্রম হয়নি। ৮৩তম জন্মদিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “সুস্থ থাকুন। আনন্দে ভরে উঠুক আপনার জীবন।”
মমতা স্মৃতিচারণ করে লিখেছেন, “১৯৮৪ সালে আমরা দুজন প্রথমবার সংসদের সদস্য হয়েছি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আপনার এবং জয়া বচ্চনের উপস্থিতি আমাদের আপ্লূত করেছিল। আপনারা আমাদের উৎসব পরিবারের অংশ।”
কলকাতার সঙ্গে অমিতাভের সম্পর্ক দীর্ঘদিনের। একসময় তিনি এই শহরে চাকরি করতেন। পরে রেডিওতে কাজ করার সময় কণ্ঠস্বরের কারণে অডিশনে ব্যর্থ হন। কিন্তু সেই ‘ভারী কণ্ঠস্বরই’ পরে তাঁর টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। পরিচালক মৃণাল সেন ‘ভুবন সোমে’ ছবিতে তাঁর কণ্ঠ ব্যবহার করেন।
যদিও সাফল্য রাতারাতি হয়নি, দীর্ঘ উচ্চতা ও ভারী কণ্ঠস্বরের কারণে বহুবার বিফলতার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। কিন্তু পরিশ্রমে বিশ্বাসী অমিতাভ বচ্চন গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, চেষ্টা থাকলে একদিন সাফল্য আসবেই।
ভিওডি বাংলা/জা