• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা

বিনোদন ডেস্ক    ১২ অক্টোবর ২০২৫, ১০:৪৯ এ.এম.
চিত্রনায়িকা রোজিনা ও ইলিয়াস কাঞ্চন । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই সংকটময় সময়ে পুরোনো সহ-অভিনেতাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চিত্রনায়িকা রোজিনা। দীর্ঘদিন পর এক আবেগঘন পুনর্মিলন ঘটল হাসপাতালের কক্ষে।

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনেও নেমে এসেছে উদ্বেগের ছায়া। নায়িকা রোজিনাও তার ব্যতিক্রম নন। তিনি আগে থেকেই কাঞ্চনের শারীরিক অবস্থার বিষয়ে জানতেন এবং তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

রোজিনা জানান, তিনি লন্ডন থেকে পরে কানাডায় গিয়েছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝিতে কাঞ্চনের মেয়ের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, ‘কাঞ্চন অসুস্থ হলেও মানসিকভাবে অনেকটা দৃঢ়। ব্রেনের সমস্যার কারণে মাঝে মাঝে কিছু স্মৃতি ভুলে যান, তবে সামগ্রিকভাবে তাকে বেশ ভালো অবস্থায় দেখেছি।’

তিনি আরও বলেন, ‘কাঞ্চন ভাই নিয়মিত নামাজ পড়ছেন, কথা বলছেন ধীরে ধীরে। আল্লাহর ওপর তার ভরসা অটুট।’

উল্লেখ্য, বর্তমানে ইলিয়াস কাঞ্চন লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলহামদুলিল্লাহ, জীবনের সেরা দিন: মক্কা থেকে ফারহান
আলহামদুলিল্লাহ, জীবনের সেরা দিন: মক্কা থেকে ফারহান
অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা মমতার
অমিতাভ বচ্চনের জন্মদিনে শুভেচ্ছা মমতার
রাজবাড়ীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’-এর জমকালো প্রিমিয়ার শো
রাজবাড়ীতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমানুষ’-এর জমকালো প্রিমিয়ার শো