• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমিরের সঙ্গে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১২ অক্টোবর ২০২৫, ০২:০৬ পি.এম.
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। সংগৃহীত ছবি

ঢাকাস্থ জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক করেছেন।

বৈঠকে রাষ্ট্রদূত লোটজ আমিরের শারীরিক খোঁজখবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্ব, নির্বাচনের অবাধ ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করার জন্য জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তার অনুরোধ করা হয়।

এছাড়াও, বাংলাদেশের নারী অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত সমর্থনের প্রত্যাশা প্রকাশ করা হয়। মানবাধিকার, বাকস্বাধীনতা, টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তাও বৈঠকে আলোচিত হয়।

উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা জামায়াতের আমির ডা. এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলঅ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
সরকার দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে: সামান্তা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা
জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা