• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৫ ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: অর্থ মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক    ১৩ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রণালয় জানায়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবেন মর্মে একটি স্বার্থান্বেষী মহল কর্তৃক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

সরকার বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো সিদ্ধান্ত নেয়নি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে। স্বার্থ ক্ষুণ্ন হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

ভিওডি বাংলা/ এমপি/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
আজ বাজারে আসছে নতুন ডিজাইনের ৫০০ টাকার নোট
৫০০ টাকার নতুন নোট
৫০০ টাকার নতুন নোট
আইনগত ভিত্তি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা
আইনগত ভিত্তি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা: বাণিজ্য উপদেষ্টা