• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সানজিদার আর্তনাদ- আমাকে বাঁচান, পুলিশ পাঠান

বিনোদন ডেস্ক    ১৩ অক্টোবর ২০২৫, ০৪:০০ পি.এম.
ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু-ছবি সংগৃহীত

ছোট পর্দার উঠতি অভিনেত্রী সানজিদা রিন্টু। সম্প্রতি ফেসবুক লাইভে এসে প্রকাশ্যেই স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে কাঁদতে কাঁদতে সাহায্য চান তিনি। লাইভে রিন্টুর আর্তনাদ-“আমাকে বাঁচান, পুলিশ পাঠান, আমাকে এখান থেকে নিয়ে যান।”

রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় করা লাইভে দেখা যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ভাঙা কাচ, এলোমেলো আসবাবপত্র ও চারপাশের উত্তেজনাপূর্ণ পরিবেশে স্পষ্ট ছিল ভয়াবহ পরিস্থিতি।

লাইভে রিন্টু জানান, গত মাসেই তিনি স্বামীর কাছ থেকে ডিভোর্স পান। কিন্তু তবুও তার প্রাক্তন স্বামী এখনো বাসায় থেকে তাকে হুমকি দিচ্ছেন ও শারীরিক নির্যাতন চালাচ্ছেন। নিজের হাতে আঘাতের দাগ দেখিয়ে তিনি বলেন, “ওরা চায় আমার আয়েই সবাই চলবে, আর আমাকে মারধর করবে। দেখুন, আমাকে মেরে কী করেছে।”

অভিনেত্রী আরও অভিযোগ করেন, প্রাক্তন স্বামীর অনৈতিক ও অবৈধ সম্পর্কের কারণে তার সংসারে অশান্তি তৈরি হয়। লাইভ চলাকালীনই প্রাক্তন স্বামী তার ফোন কেড়ে নেওয়ায় সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়।

উঠতি এই অভিনেত্রী কিছু নাটকে অভিনয় করেছেন, যদিও বড় কোনো আলোচনায় এখনো আসেননি। তবে তার এই লাইভ ও অভিযোগ সামাজিক মাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে।

দর্শক ও নেটিজেনরা রিন্টুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অনেকে চান, তাকে যেন অবিলম্বে সুরক্ষা ও ন্যায়বিচার দেওয়া হয়।

শিল্পী মহল ও ভক্তদের প্রত্যাশা-রিন্টু যেন নিরাপদে নিজের জীবন ও ক্যারিয়ার চালিয়ে যেতে পারেন এবং এই ভয়াবহ পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা
লন্ডনে ইলিয়াস কাঞ্চনকে দেখে আবেগাপ্লুত রোজিনা
বিতর্কের পর অবশেষে মুখ খুললেন দীপিকা
বিতর্কের পর অবশেষে মুখ খুললেন দীপিকা
কটাক্ষের পাল্টা জবাব যা বললেন সোনাক্ষী
কটাক্ষের পাল্টা জবাব যা বললেন সোনাক্ষী