• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’ : এ আর রহমান

বিনোদন ডেস্ক    ১৪ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পি.এম.
ভারতের অন্যতম সেরা সংগীতজ্ঞ, অস্কারজয়ী সুরকার এ আর রহমান-ছবি সংগৃহীত

ভারতের অন্যতম সেরা সংগীতজ্ঞ, অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তামিলনাড়ুতে বেড়ে ওঠা এই কিংবদন্তি শিল্পীর কণ্ঠ ও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছে বিশ্বজুড়ে শ্রোতারা। ‘স্লামডগ মিলিয়নেয়ার’, ‘রোজা’, ‘রঙ্গিলা’, ‘তাল’-তার হিট ছবির তালিকা দীর্ঘ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, কেন তিনি হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। রহমানের ভাষায়, অপমান থেকে বাঁচতেই তিনি হিন্দি ভাষা শেখা শুরু করেন।

তিনি বলেন, ‘প্রতিটি ভাষার প্রতিই আমার আলাদা টান রয়েছে। যখন আমার সিনেমা দিল সে এবং রোজা দারুণ ব্যবসা করল, তখন তামিল গানগুলোর হিন্দি অনুবাদ নিয়ে নানা মন্তব্য শুরু হয়। এই বিষয়টি আমার কাছে ছিল অপমানজনক।’

সমালোচনার সময় অনেকে হিন্দি গানের কথা নিয়ে কটাক্ষ করতেন। রহমান বলেন, ‘অনেকে বলতেন, হিন্দি গানের কথাগুলো অর্থহীন, তামিল অনেক ভালো। কেউ কেউ বলেছিল, এই ধরণের কাজ আর কখনও করো না।’

তিনি আরও যোগ করেন, ‘তখন তিন ভাষায় তৈরি ছবি হিট করত। মানুষ মূলত টাকাটাই দেখত। ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি সিনেমায় কাজের দিকে মনোযোগ দিই। বলতে গেলে, অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম।’

রহমান জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবি শেখেন। এরপর হিন্দি শেখার দিকে মন দেন। কিংবদন্তি পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে সাক্ষাতের পর তিনি উপলব্ধি করেন, হিন্দি না জানলে বলিউডে টিকে থাকা কঠিন। পরে তিনি হিন্দি ও উর্দু শেখেন। এমনকি পাঞ্জাবি ভাষার প্রতিও রয়েছে তার বিশেষ দুর্বলতা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পরিচয়ে আসছেন ফারিণ
নতুন পরিচয়ে আসছেন ফারিণ
সানজিদার আর্তনাদ- আমাকে বাঁচান, পুলিশ পাঠান
সানজিদার আর্তনাদ- আমাকে বাঁচান, পুলিশ পাঠান
ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর
ছড়িয়ে পড়েছে তনির বিয়ের খবর