• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
রাজবাড়ীর ৪ কলেজে শতভাগ ফেল: হতাশ শিক্ষার্থী-অভিভাবকরা কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ইরানীদের হাতে নির্মিত ভাগনা মসজিদ ডিসি অফিস ঘেরাও করা হবে : মির্জা ফখরুল কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য গর্বের মুহূর্ত সৃষ্টি করেছেন মাহমুদ রাহাত ও তানহা হাসান রাজউকে পাসের হার ৯৯.৯৪ শতাংশ, কমেছে জিপিএ-৫ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ মধ্যরাতে হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন রাজশাহী কষ্ট করলেও ‘কেষ্ট’ মিলছেনা বাগমারার মৃৎশিল্পীদের ভাগ্যে

পাংশায় ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করলেন সিভিল সার্জন

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৫ অক্টোবর ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম, স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলার সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে তিনি পাংশা পৌর শহরে অবস্থিত কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার।

পরিদর্শনকালে শিল্পকলা মোড়ে অবস্থিত দিশা মেডিকেয়ার পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্লিনিকটির পরিবেশ ও স্বাস্থ্যসেবার মান দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।

তিনি বলেন, “ আমরা নিয়মিতভাবে এসব প্রতিষ্ঠানের সেবার মান ও কার্যক্রম পর্যবেক্ষণ করছি। জেলার সকল উপজেলাতেই নিয়মিত পরিদর্শন কার্যক্রম চলছে। আমরা এই ক্লিনিকে এসে দেখলাম তাদের কাগজপত্র ঠিক আছে। যেসকল জায়গায় সমস্যা পেয়েছি তা সংশোধনের জন্য বলেছি। এখানে তারা সকল নিয়ম-কানুন মেনেই ক্লিনিক পরিচালনা করছেন।”

পরিদর্শনের সময় তিনি ক্লিনিক বা হাসপাতালের পরিবেশ, চিকিৎসা সরঞ্জাম, জরুরি সেবা ও ওয়ার্ডের অবস্থাসহ সার্বিক স্বাস্থ্যসেবার মান যাচাই করেন।
ক্লিনিকটি ঘুরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সরকারি নিয়ম ও আইন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

ক্লিনিকের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ওয়ার্ডসহ সকল সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সঙ্গে আলোচনা করেন এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন। ভর্তিকৃত রোগীদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসার খোঁজ খবর নেন। কোনো গাফিলতি বা অনিয়ম থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

সিভিল সার্জন আরও জানান, স্বাস্থ্যসেবার মান ধরে রাখতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে। প্রয়োজন হলে অনিয়ম পাওয়া ক্লিনিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচর পৌর জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল
শিবচর পৌর জামায়াতের সাবেক আমীরের ইন্তেকাল
ফুলবাড়ীতের তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার প্রণয়নে সংলাপ অনুষ্ঠিত
ফুলবাড়ীতের তরুণদের নেতৃত্বে নির্বাচনী ইশতেহার প্রণয়নে সংলাপ অনুষ্ঠিত
শিক্ষাক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন
শিক্ষাক্ষেত্রে বৈষম্যের প্রতিবাদে নলছিটিতে শিক্ষকদের মানববন্ধন