ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


হাত ধোয়ার নায়ক হোন- এ প্রতিপাদ্যকে সাসনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৪ অক্টোবর, বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলার ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম। এরপর বিদ্যালয়টির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হাসান আলীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিবুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা একরামুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম, ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল্যাহ্ আল হাসানসহ বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও সূধীজন।
ভিওডি বাংলা/ এমএইচ