হানিফ সংকেতের ‘ইত্যাদি’ এবার কুড়িগ্রামে


জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’–র নতুন পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের উলিপুরে। এবারের আয়োজনে উত্তরাঞ্চলের কৃষ্টি, ঐতিহ্য ও তথ্যসমৃদ্ধ নানা বিষয় স্থান পেয়েছে।
হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় নির্মিত এই পর্বটি ৩১ অক্টোবর রাত ৮টায় প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
পর্বে দুটি বিশেষ গান থাকছে। শুরুতেই কুড়িগ্রামের কৃষ্টি ও ইতিহাস তুলে ধরে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশন করবেন রাজিব ও তানজিনা রুমা। গানের সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটির সঙ্গে প্রায় অর্ধশত স্থানীয় নৃত্যশিল্পী কোরিওগ্রাফার এস কে জাহিদের নির্দেশনায় পরিবেশনা করবেন।
এছাড়া ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদের গাওয়া বিখ্যাত গান ‘ও কি গাড়িয়াল ভাই’ পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সালমা আক্তার ও উত্তরাঞ্চলের শিল্পী পূর্ণচন্দ্র রায়। মূল সুর আব্বাসউদ্দীনের হলেও ‘ইত্যাদি’-র জন্য নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী।
তথ্যসমৃদ্ধ প্রতিবেদনে তুলে ধরা হবে কুড়িগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের অবদান। এতে থাকছে মহারাণী স্বর্ণময়ী, মজলুম জননেতা মওলানা ভাসানী, বীর প্রতীক তারামন বিবি ও মুক্তিযুদ্ধে কুড়িগ্রামের ভূমিকা নিয়ে বিশেষ প্রতিবেদন। আলোচনায় আসবে চিলমারী নদীবন্দর, ভাওয়াইয়া সংগীতচর্চা এবং প্রখ্যাত শিল্পী ভূপতি ভূষণ বর্মার অবদান।
নিয়মিত পর্ব হিসেবে থাকবে চিঠিপত্র, সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গভিত্তিক নাট্যাংশ। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩১ অক্টোবর রাত ৮টার বাংলা সংবাদের পর।
ভিওডি বাংলা/জা