‘কিছু দল সবসময় ডিস্টার্ব করে’ : মির্জা আব্বাস

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ কয়েকটি রাজনৈতিক দল অংশ না নেওয়াকে ‘ইচ্ছাকৃত বিঘ্ন সৃষ্টি’ হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমরা আশা করছি গণতান্ত্রিক উত্তরণের পথে আজ একটা বড় অগ্রগতি হবে। কিছু কিছু দল ডিস্টার্ব করছে, আজকের অনুষ্ঠানে আসছে না। তারা সবসময়ই এমন করে।’
তিনি আরও বলেন, ‘সব দলের সঙ্গে আলোচনা ও ঐকমত্যের ভিত্তিতেই এই সনদ তৈরি হয়েছে। শেষ মুহূর্তে স্বাক্ষর অনুষ্ঠানে কারো না আসাটা আসলে সেই ডিস্টার্বেরই অংশ।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি নেতার এই মন্তব্যে স্পষ্ট হয়েছে যে, জাতীয় ঐকমত্যের এই প্রক্রিয়ায় এখনো কিছু দলের অবস্থান অনিশ্চিত রয়ে গেছে।
ভিওডি বাংলা/ আরিফ






