• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আইয়ুব বাচ্চু:

গিটার, গান আর ভালোবাসার কিংবদন্তির মৃত্যুদিবস

বিনোদন ডেস্ক    ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ এ.এম.
আইয়ুব বাচ্চু-ছবি সংগৃহীত

আইয়ুব বাচ্চু-বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে এক কিংবদন্তিতুল্য নাম। তার নাম উচ্চারিত হলেই ভেসে আসে গিটারের ঝংকার, জেগে ওঠে প্রজন্মের অনুভূতি। শুধু গায়ক নয়, তিনি ছিলেন গিটার জাদুকর, মঞ্চে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করার এক অনন্য শক্তি। আজ (১৮ অক্টোবর) এই কিংবদন্তি শিল্পীর মৃত্যুদিবস। ২০১৮ সালের এই দিনে চিরবিদায় নিয়েছিলেন তিনি। দিনটিতে তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন অনুরাগীরা।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্ম নেন আইয়ুব বাচ্চু। কৈশোরেই সংগীতের প্রতি একাগ্রতা আর গিটারের প্রতি অগাধ ভালোবাসা তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। ১৯৭৮ সালে তিনি যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে, পরে গাইতে থাকেন ‘সোলস’-এ। তবে তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে ১৯৯১ সালে নিজস্ব ব্যান্ড লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) গঠনের মধ্য দিয়ে।

‘ঘুম ভাঙা শহরে’, ‘শেষ চিঠি’, ‘মোনালিসা’, ‘চলো বদলে যাই’, ‘রূপালি গিটার’, ‘সেই তুমি’ ও ‘একদিন কান্না থামবে তো’-এই গানগুলো শুধু সুর নয়, সময়ের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছে প্রজন্মের সংগীতপ্রার্থনা।

আইয়ুব বাচ্চু দেখিয়েছিলেন-বাংলা গান মানে শুধু মিষ্টি সুর বা রোমান্টিকতা নয়; এটি হতে পারে প্রতিবাদের ভাষা, জীবনের গল্প, পরিবর্তনের ডাক। গিটার হাতে তিনি যেন ছিলেন এক জাদুকর, যিনি একাই আন্দোলিত করতেন হাজারো দর্শক-শ্রোতাকে।

সংগীত জীবনের পাশাপাশি মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ। তরুণ শিল্পীদের পাশে দাঁড়ানো, নতুনদের অনুপ্রেরণা দেওয়া এবং সংগীতকে নিরন্তর ভালোবেসে যাওয়া-এই গুণগুলো তাকে পরিণত করেছিল এক অনন্য ব্যক্তিত্বে। তার স্টুডিও ‘এবির বেজ’ হয়ে উঠেছিল সংগীতপ্রেমীদের স্বপ্নের ঠিকানা।

২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার চলে যাওয়ার পর দেশের সংগীত অঙ্গন যেন থমকে গিয়েছিল। তবুও সত্যিকারের কিংবদন্তিদের মতো তিনি আজও বেঁচে আছেন-তার গানে, তার গিটারের তারে, নতুন শিল্পীদের কণ্ঠে। ‘চলো বদলে যাই’ আজও উচ্চারিত হয় প্রতিটি পরিবর্তনের অঙ্গীকারে।

আইয়ুব বাচ্চু রেখে গেছেন অসংখ্য অমর গান, অনুপ্রেরণার এক অমলিন ধারা এবং ভালোবাসার এক উত্তরাধিকার। বাংলা সংগীত ইতিহাসে তার নাম চিরদিন লেখা থাকবে-‘যে মানুষ গিটার হাতে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন।’

আজ আইয়ুব বাচ্চুর মৃত্যু দিবস শুধু স্মরণের দিন নয়, এটি সংগীতকে নতুন করে ভালোবাসারও দিন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন অমর বার্তা-“জীবন মানেই পরিবর্তন, আর সংগীত মানেই ভালোবাসা।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ডিভোর্সের ১২ বছর পর মহিমা, পাশে ষাটোর্ধ্ব সঞ্জয়!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
ইমরানের ক্যামিওতে ছেলের স্কুলজীবনে হাস্যরস!
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া
অনন্য মামুনের সিনেমায় তামান্না ভাটিয়া