টপ নিউজ
আজ হজ নিবন্ধনের জন্য ব্যাংক খোলা
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর ২০২৫, ১১:৫৬ এ.এম.


ছবি: সংগৃহীত
হজ কার্যক্রমের সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলো আজ (১৮ অক্টোবর) খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংকের গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনের ভিত্তিতে হজ নিবন্ধনের অর্থ জমা দেয়ার সুবিধা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগত আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত ব্যাংকে উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অর্থ গ্রহণের কার্যক্রম চালু রাখতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ গ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ভিওডি বাংলা/জা