• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইবিতে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি    ১৯ অক্টোবর ২০২৫, ০১:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যশোর জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি"র আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, চাবির রিং-সহ বিভিন্ন উপহার দিয়ে বরণ করে নেয়া হয়।অনুষ্ঠানে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। যশোর জেলার শিক্ষার্থীদের নিয়ে দিনভার নানা আয়োজন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সংগঠনটির পক্ষ থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়। 
 
সংগঠনটির সভাপতি মো. সাকিব বাবু চাকলাদারের সভাপতিত্বে ও  সাধারন-সম্পাদক ফাহিম নাহমুদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিজ্ঞান অনুষদের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, দাওয়াহ্ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাসুদ আল মাহদী এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীমা নাসরিন। 

এছাড়াও যশোর জেলা প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, 'নকশী কাঁথা ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা'— যশোর বাংলাদেশর একটি ঐতিহ্যবাহী জেলা। প্রতিবছর বহু শিক্ষার্থী এই জেলা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়তে আসে। যশোর থেকে আগাত সকল শিক্ষার্থীদের মাঝে একটি সুন্দর মেলবন্ধন তৈরি করে এই জেলা কল্যাণ সমিতি কাজ করে যাচ্ছে। পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। যশোরিয়ানদের এই মেলবন্ধন যুগ যুগ ধরে টিকে থাকুক। ইবির মত দেশ-বিদেশে সবখানেই যশোরিয়ানরা ঐক্যবন্ধ হয়ে তাদের সুঘ্রাণ ছড়িয়ে দিক।

সংগঠনটির সভাপতি মো. সাকিব বাবু চাকলাদার নবীনদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিন অন্তত দুই ঘণ্টা নিয়মিত পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে, নোট রাখতে হবে। ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে নেতৃত্ব, যোগাযোগ ও বক্তৃতা দক্ষতা বাড়াতে হবে। রাজনীতি করা যায়, তবে যেন তা একাডেমিক জীবনে প্রভাব না ফেলে। মাদক, জুয়া ও অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকতে হবে। নামাজ, ঘুম, খাওয়া-দাওয়া নিয়মমতো করে সুস্থ থাকতে হবে। মেয়েদের সাবধানে চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে বলা হয়। হলে থাকা সবচেয়ে নিরাপদ, তাই দ্রুত হলে উঠতে পরামর্শ দেন। টাকা ধার না দিয়ে বন্ধুত্ব অটুট রাখার আহ্বান জানান তিনি। খেলাধুলা ও নিজের রান্না করার অভ্যাস রাখতে বলেন। বিভাগীয় বা ব্যাচের সমস্যা সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, আলোচনা বা শিক্ষকদের মাধ্যমে সমাধানের পরামর্শ দেন। ভুল থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে নিজেকে গুছিয়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের জন্য প্রস্তুতি নিতে গবেষণা, সার্টিফিকেট ও শিক্ষকদের সঙ্গে সুসম্পর্ক রাখার পরামর্শ দেন।

উল্লেখ্য,  যশোর জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেধাবীদের সম্মাননায় ইবি শাখা ছাত্রশিবিরের ‘প্লেসধারী সংবর্ধনা ২০২৫’
মেধাবীদের সম্মাননায় ইবি শাখা ছাত্রশিবিরের ‘প্লেসধারী সংবর্ধনা ২০২৫’
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের প্রভাব
সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনেও শিবিরের প্রভাব
রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব
রাকসুতে বিজয়ী জুলাই আন্দোলনে চোখ হারানো দ্বীপ মাহবুব