• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

লন্ডনে আজ গান শোনাবেন সাবিনা ইয়াসমিন

বিনোদন ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পি.এম.
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন-ছবি সংগৃহীত

লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে প্রবাসী বাঙালিদের অন্যতম বৃহৎ সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজন- ১৬তম লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য-সাংস্কৃতিক উৎসব। আজ (১৯ অক্টোবর) শনিবার যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ারে দিনব্যাপী এই উৎসবের বিশেষ আকর্ষণ বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন।

দীর্ঘদিন পর লন্ডনের মঞ্চে উঠছেন তিনি। গানের পাশাপাশি থাকছে তাঁর সঙ্গে বাংলাদেশের প্রখ্যাত তবলাশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল। লন্ডনের স্থানীয় কয়েকজন মিউজিশিয়ানও যোগ দেবেন পরিবেশনায়।

উৎসবের প্রধান সমন্বয়ক ও উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘লন্ডনের প্রবাসী বাঙালিদের কাছে এই আয়োজন এক মিলনমেলা। আমরা গর্বিত যে, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পী এই মঞ্চে গান করবেন।’

সাংস্কৃতিক পর্ব শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। সাবিনা ইয়াসমিনের সঙ্গে মঞ্চে থাকবেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক।

১২ অক্টোবর লন্ডনে পৌঁছানো সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমি বহুবার লন্ডনে গান করেছি, তবে এবারের অভিজ্ঞতা একেবারেই আলাদা। মনে হচ্ছে, যেন নিজের মানুষদের মাঝেই ফিরে এসেছি। আজ গানে গানে শ্রোতাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে।’

প্রবাসী শ্রোতাদের ভালোবাসা নিয়ে আবেগাপ্লুত শিল্পী আরও বলেন, ‘বাংলা গান আমার শ্বাস, আমার জীবন। পৃথিবীর যেখানেই যাই, বাঙালি শ্রোতার মুখে হাসি দেখলে মনে হয়-আমার গান এখনো বেঁচে আছে।’

বাংলা সিনেমার সোনালি যুগের অংশ সাবিনা ইয়াসমিনের সংগীতযাত্রা শুরু ১৯৬২ সালে ‘নতুন সুর’ চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে। ছয় দশকের দীর্ঘ সংগীতজীবনে গেয়েছেন হাজারো জনপ্রিয় গান, পেয়েছেন ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক (১৯৮৪) ও স্বাধীনতা পুরস্কার (১৯৯৬)।

২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন। তিন প্রজন্মের শ্রোতার প্রিয় এই কিংবদন্তির উপস্থিতিতে আজকের বইমেলা পরিণত হচ্ছে এক অনন্য সাংস্কৃতিক উৎসবে-যেখানে বই, সংগীত আর প্রবাসী বাঙালির ভালোবাসা মিলেমিশে তৈরি করবে স্মরণীয় দিন।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে টিকটক তারকা রুমাইসা
সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে টিকটক তারকা রুমাইসা
মগবাজারে গড়ে তোলা হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম
মগবাজারে গড়ে তোলা হচ্ছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম
মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা
মায়ের শারীরিক অবস্থার কথা জানালেন তমা মির্জা