• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড

পোশাক শিল্পে বড় ক্ষতি, স্যাম্পল ও কাঁচামাল পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক    ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে পোশাক তৈরির মূল্যবান কাঁচামাল, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক ও গুরুত্বপূর্ণ নমুনা পণ্য (স্যাম্পল) ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি ইনামুল হক খান।

রোববার (১৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে তিনি বলেন, “গতকাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এতে দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি জানান, ধ্বংস হওয়া মালামালের মধ্যে রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, উৎপাদনের গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং অনেক মূল্যবান স্যাম্পল ছিল। এসব স্যাম্পল নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো নষ্ট হওয়ায় ভবিষ্যৎ ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিজিএমইএ সদস্য কারখানাগুলোর কাছ থেকে নির্ধারিত ফরম্যাটে তথ্য চাওয়া হয়েছে। দ্রুত তথ্য সংগ্রহে একটি অনলাইন ডেটা পোর্টালও খোলা হয়েছে।

ইনামুল হক খান আরও বলেন, “আমাদের সদস্যদের প্রায় সবাই বিমানপথে পণ্য পাঠান। প্রতিদিন ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য এখান দিয়ে রপ্তানি হয়। ক্ষতির পরিমাণ অনেক বড়। আমরা দ্রুত সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে পদক্ষেপ নেব।”

তিনি আরও জানান, আমদানি সেকশন সম্পূর্ণ পুড়ে গেছে এবং কার্যক্রম স্বাভাবিক হতে ১৫ দিন থেকে ১ মাস সময় লাগতে পারে।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, “বাণিজ্য উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করে আশ্বাস দিয়েছেন-অস্থায়ীভাবে টার্মিনাল-৩ এ নতুন জায়গা দেওয়া হবে। এছাড়া পণ্য দ্রুত খালাসের (ক্লিয়ারেন্স) জন্য সময়সীমা ৭২ ঘণ্টা থেকে কমিয়ে ৩৬ ঘণ্টা করার পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, বিজিএমইএর যারা আমাদের মেম্বার, যারা আমদানি করছে, এখন মালামাল প্রতিদিন আসবে, সেটা যেন খুব দ্রুত ৩৬ ঘণ্টার ভেতরে ক্লিয়ার করা হয় (আগে যেটা ছিল ৭২ ঘণ্টা)। সেটার জন্য উনি আমাদের সহযোগিতা চেয়েছেন। আমরা আমাদের মেম্বারদের জানাব একই কথা। কাস্টমসের সাথেও আমরা একটা ওয়ার্কিং কমিটি করে খুব দ্রুত সুবিধাজনক করে মালগুলো যেন বের করা যায়, যেন জমে না যায়, সেটার স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য আলাপ হয়েছে ভেতরে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
জাল নোট নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা
শুল্ক ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনবিআরের
শুল্ক ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের সংস্কার এনবিআরের
আমদানি-রপ্তানি বাণিজ্য ঝুঁকিতে, বাড়বে ব্যয়
আমদানি-রপ্তানি বাণিজ্য ঝুঁকিতে, বাড়বে ব্যয়