• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৭ মিনিটেই ল্যুভর জাদুঘরে দুর্ধর্ষ চুরি, বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে রোববার ভোরের দিকে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দেশটির সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি জানিয়েছেন, চুরির পর জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ও একজন সংসদ সদস্যের বরাত দিয়ে বলা হয়েছে, চোররা জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে অমূল্য গয়না চুরি করেছে। ফরাসি পুলিশ জানিয়েছে, একটি দল স্কুটারে এসে ছোট চেইনস করাত ব্যবহার করে জাদুঘরে প্রবেশ করে এবং পণ্যবাহী লিফটের মাধ্যমে নির্দিষ্ট কক্ষে পৌঁছে।

এতে বলা হয়েছে, রোববার  (১৯ অক্টোবর) ভোরের দিকে প্যারিসের ল্যুভর জাদুঘর থেকে বেশ কিছু অমূল্য গয়না চুরি হয়েছে। ফরাসি দৈনিক লা পারিসিয়েন বলেছে, জাদুঘরের নেপোলিয়ন সংগ্রহশালা থেকে এসব গয়না চুরি গেছে।

বিশ্বের ঐতিহাসিক ও বিখ্যাত নিদর্শনসমূহের অন্যতম সংগ্রহশালা এই জাদুঘরে রাখা আছে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ‘মোনা লিসা’সহ বহু অমূল্য শিল্পকর্ম। তবে জাদুঘর কর্তৃপক্ষ চুরির এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য জানায়নি। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও একজন সংসদ সদস্য বলেছেন, জাদুঘরের সংগ্রহশালা থেকে ‌‌‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে।
 
বিশ্ববিখ্যাত এই জাদুঘর হঠাৎ বন্ধের কারণ হিসেবে ‘‘বিশেষ পরিস্থিতির’’ কথা বলেছে কর্তৃপক্ষ। রোববার সকালের দিকে ফ্রান্সের সংস্কৃতিমন্ত্রী রাচিদা দাতি প্রথম এই চুরির খবর দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘আজ সকালে ল্যুভর জাদুঘর খোলার সময় চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে কারও আহত হওয়ার খবর নেই। আমি বর্তমানে ঘটনাস্থলে জাদুঘর কর্মী ও পুলিশের সঙ্গে আছি।’’
 
দেশটির পুলিশের বরাত দিয়ে এএফপি বলেছে, একদল চোর স্কুটারে করে এসে জাদুঘরে ঢোকার জন্য ছোট চেইনস করাত ব্যবহার করে এবং একটি পণ্যবাহী লিফট দিয়ে নির্দিষ্ট কক্ষে পৌঁছায়। তারা গয়না নিয়ে জাদুঘর থেকে পালিয়ে যায়। চুরি যাওয়া গয়নার মূল্য এখনও নির্ধারণ করা হয়নি।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনিয়েজ বলেছেন, ল্যুভর জাদুঘর থেকে ‘‘অমূল্য গয়না’’ চুরি হয়েছে এবং পুরো ঘটনাটি মাত্র ‘‘সাত মিনিটের মধ্যেই’’ সম্পন্ন হয়।

ফরাসি দৈনিক লা পারিসিয়ান বলেছে, চোরের দল নির্মাণাধীন সেইন নদীমুখী প্রাচীরের পাশ দিয়ে জাদুঘরে প্রবেশ করে। তারা পণ্যবাহী এলিভেটর ব্যবহার করে অ্যাপোলো গ্যালারির কক্ষে পৌঁছায় এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ‘‘নেপোলিয়ন ও সম্রাজ্ঞীর গয়না সংগ্রহশালা থেকে ৯টি গয়না’’ চুরি করে।

চুরির পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ল্যুভর জাদুঘরের বাইরে ব্যারিকেড বসানো হয়েছে এবং দর্শনার্থীরা জাদুঘর খোলার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জাদুঘর সংলগ্ন এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ল্যুভর জাদুঘরে এর আগে একাধিক চুরি ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ১৯১১ সালের ঘটনা, যখন লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত ‘মোনা লিসা’ চুরি হয়েছিল।

সূত্র: এএফপি, বিবিসি

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা ইসরায়েলের
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ গাজায় বিমান হামলা ইসরায়েলের
ব্রাজিলের পারনামবুকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৫
ব্রাজিলের পারনামবুকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৫
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০
আফগানিস্তানে পাকিস্তানের হামলায় নিহত ৪০