• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফের পুঁজিবাজারে ধস

নিজস্ব প্রতিবেদক    ২১ অক্টোবর ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

বেশ কিছুদিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের পুঁজিবাজার। পতনের বৃত্ত থেকে বেড়িয়ে গতকাল সবগুলো মূল্যসূচক বাড়লেও একদিন পর ফের নিম্নমুখি হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ অক্টোবর) দরপতন বৃদ্ধির তুলনায় তিনগুণ বেশিসংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটির প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক কমেছে। তবে ডিএসইর সার্বিক লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে আজ মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির। বিপরীতে কমেছে ২৪১টির। আর ৭২টির দর অপরিবর্তিত রয়েছে। দর পতন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ১৫৩টি, ‘বি’ ক্যাটাগরির ৫০টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৩৮টি শেয়ার ও ইউনিট রয়েছে।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ১১২ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১ হাজার ৭৭ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে গতকালের তুলনায় ৮৩ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন বেশি হয়েছে। এদিন মোট ৪৭৮ কোটি ১ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৩৯৪ কোটি ৬৫ লাখ টাকা।

ডিএসইতে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। তবে এ বাজারে অধিকাংশ সিকিউরিটিজের দরপতন ও সার্বিক লেনদেনের পরিমাণ কমেছে।

সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ২০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩০৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ১৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১০ পয়েন্টে উঠেছে।

সিএসইতে মোট ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দর বেড়েছে এবং কমেছে ৯২টির। আর ২৯টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল। আজ সপ্তাহের শেষ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ২৩ লাখ টাকা। গতকাল ১৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছিল।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা
ঢালাও দরপতনে বাজার মূলধন কমলো ১৮ হাজার কোটি টাকা
আজ হজ নিবন্ধনের জন্য ব্যাংক খোলা
আজ হজ নিবন্ধনের জন্য ব্যাংক খোলা
ডিম ও সবজির দাম বেড়েছে, শীতকালীন বাজার চড়া
ডিম ও সবজির দাম বেড়েছে, শীতকালীন বাজার চড়া