• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৪ দিন আগেই জন্মদিন উদযাপন করলেন পরীমনি

বিনোদন ডেস্ক    ২১ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পি.এম.
অর্কের আয়োজন বিশেষ মুহূর্তে-ছবি সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি জন্মদিন উদযাপন করেছেন আগেই। আসল জন্মদিন ২৪ অক্টোবর হলেও, ২০ অক্টোবর রাতেই কেক কেটে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।

আগামী ২৪ অক্টোবর পরীমনির জন্মদিন। কিন্তু সোমবার (২০ অক্টোবর) রাতেই কেক কেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি। মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে সেই উদযাপনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন পরীমনি। গতকাল রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’
 

কে এই অর্ক যার কারণে চারদিন আগেই জন্মদিন পালন করলেন পরীমনি? অর্ক সম্পর্কে পরী জানান, ‘অর্ক-এর সঙ্গে আমার পরিচয় কাজের সুবাদে। সে একজন মেকআপ আর্টিস্ট। ঢাকায় একা থাকে। আমি যে এলাকায় এখন থাকছি, ওর বাসাও সেখানেই। ও খুব ভালো রান্না করে। মাঝে মাঝে খাবার বিনিময় হয় আমাদের মধ্যে। ধীরে ধীরে ভাইয়ের মতো হয়ে গেছে। ওর অনেক ছোট ছোট আবদার থাকে। তেমনি এক আবদারে গতকাল রাতে ওর বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি এমন আয়োজন!’

এরপর পরী আবেগভরে লেখেন, ‘আমি এত খুশি হয়ে গেছি রে অর্ক! সারাজীবন তোদের মতো আপন মানুষদের সঙ্গে আমার জীবনের আনন্দ উদযাপন করতে চাই। ধন্যবাদ ভাই আমার। এটা আমার এবারের জন্মদিনের প্রথম কেক, প্রথম উদযাপন।’

পরীমনির আগাম জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীসহ ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলো প্রকাশের পর ভক্তরা উচ্ছ্বসিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক
প্রকাশ্যে এল জাস্টিন ট্রুডো-কেটি পেরির সম্পর্ক
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর কালচারের সঙ্গে পরিচয় করিয়ে দেব: পলাশ
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার
৬ বছরের বিরতি ভাঙলেন অলিভিয়া সরকার