মায়ের বিয়ের শাড়িতে আবেগঘন জয়া আহসান


সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনও রঙিন ফুলেল আবহে, কখনও উজ্জ্বল হলুদে-প্রতিবারই নজর কাড়ছেন তিনি। তবে এবার একেবারেই ভিন্ন আবেগে ভক্তদের চমকে দিলেন এই তারকা। মায়ের বিয়ের শাড়ি পরে ধরা দিলেন নতুন রূপে।
ছবিগুলোতে জয়াকে দেখা গেছে নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে, যা ফুটিয়ে তুলেছে রাজকীয় আবহ। গলায় ভারী গয়না, হাতে চুড়ি, কানে ঝুমকা-সব মিলিয়ে এক পরিপূর্ণ বাঙালি কনের সাজে ধরা দিয়েছেন তিনি। মানানসই চুলের বাঁধন ও হালকা মেকআপ যেন জয়াকে আরও অনন্য করে তুলেছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, “এই ছবিগুলোতে যে দুটি শাড়ি দেখা যাচ্ছে, সেগুলোর বয়স ৪৫ বছর। এগুলো আমার মায়ের বিয়ের ও বউভাতের শাড়ি। নানা আলোচনা, চিন্তা আর ভালোবাসার প্রমাণ এই দুটি শাড়ি। সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর ভাঁজে জমে আছে মায়া, স্মৃতি আর অজস্র গল্প।”
তিনি আরও বলেন, “শিশুকালেই চুপি চুপি মায়ের আলমারি থেকে শাড়িগুলো বের করতাম, আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম, একদিন আমারও এমন একটি শাড়ি থাকবে। আজ সেই শাড়ি গায়ে জড়িয়ে মায়ের ভালোবাসা অনুভব করছি।”
জয়া আহসান এই পোস্টে মায়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে লিখেছেন, “আমার মায়ের শাড়ি, তার পরিশ্রম, ত্যাগ আর ভালোবাসার প্রতীক হয়ে আছে। মা, তোমার বিয়ের শাড়ি আমার কাছে অমূল্য সম্পদ।”
জয়ার এমন আবেগঘন প্রকাশে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কমেন্টবক্স। কেউ লিখেছেন, “একজন মেয়ে মায়ের প্রতি ভালোবাসা কীভাবে এত সুন্দরভাবে প্রকাশ করতে পারে-জয়া তার নিদর্শন।” আরেকজনের ভাষায়, “জয়া মানেই এলিগ্যান্সের নতুন সংজ্ঞা।”
উল্লেখ্য, সম্প্রতি কৃষ্ণচূড়ার আবহে ড্রাই ব্লু রঙের শাড়িতে ধরা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। এর আগে ফুলেল আবহে রঙিন শাড়িতেও মুগ্ধ করেছেন ভক্তদের। ওয়েস্টার্ন পোশাক হোক বা ক্যাজুয়াল লুক-সব ক্ষেত্রেই নিজের স্বকীয়তা বজায় রেখেছেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সেও সবসময় আলোচনায় থাকেন জয়া আহসান। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও তার নান্দনিকতা ও রুচির সমানভাবে প্রশংসা হয়।
ভিওডি বাংলা/জা