সাকিবের সেই সিনেমা নিয়ে মুখ খুললেন মেঘলা মুক্তা


বাংলাদেশের জনপ্রিয় অলরাউন্ডার সাকিব আল হাসান, যিনি খেলা ছাড়াও অভিনয় জগতেও পদার্পণ করেছিলেন। ১২ বছর আগে কক্সবাজারে শুটিং হওয়া সিনেমা ‘সবকিছু পেছনে ফেলে’ প্রজেক্ট বন্ধ হওয়ার পর মেঘলা মুক্তা প্রথমবারের মতো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তবে সেই শুটিংয়ের মাঝপথে সাকিব তার অংশগ্রহণ বন্ধ করে দেন এবং একপর্যায়ে সিনেমার কাজও থেমে যায়।
নির্মাতা রাজিবুল হোসেন আগে জানিয়েছিলেন, শুটিং শুরু হয়েছিল অনেক স্বপ্ন নিয়ে, সাকিব অভিনয় করেছেন এবং দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি সিনেমায় কাজ করতে অস্বীকার করলে প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে।
মেঘলা মুক্তা গণমাধ্যমকে জানান, তিনি জানেন না কেন এতদিন পরে বিষয়টি আলোচিত হচ্ছে। তিনি বলেন, “সাকিব আল হাসান আমাদের সঙ্গে শুটিং করেছেন এবং কক্সবাজারে একটি গানের দৃশ্যও ধারণ হয়েছে। তবে কেন ছবির কাজ বন্ধ হয়ে গেল তা আমাদের জানা নেই।”
নির্মাতা রাজিবুল হোসেন এই ছবি প্রসঙ্গে বলেছিলেন, অনেক স্বপ্ন নিয়ে সিনেমার শুটিং শুরু হয়েছিল। সাকিব আল হাসান শুটিং করেছেন, ক্যামেরার সামনে অভিনয় করেছেন, ক্ল্যাপস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমরা দৃশ্য ধারণ সম্পন্ন করি। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টি অস্বীকার করলে পুরো প্রজেক্ট অনিশ্চয়তার মুখে পড়ে।
শুধু সাকিবের মিথ্যাচার নির্মাতা হিসেবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তাঁর অসম্মান। আমি চাইলে তাঁকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম, কিন্তু আমি বিশ্বাস করি, একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না।
ভিওডি বাংলা/জা