• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসছে মাস্তি ফোর

বিনোদন ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কমেডি সিরিজ ‘মাস্তি’ ফিরছে বড় পর্দায়। প্রায় এক দশক পর মুক্তি পেতে যাচ্ছে এর চতুর্থ কিস্তি ‘মাস্তি ফোর’। 

সিরিজের তিন নায়ক রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি এবারও দেখা যাবে, যা সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি রিতেশ দেশমুখ সামাজিক মাধ্যমে সিনেমাটির নতুন পোস্টার শেয়ার করেন, যেখানে তিনজন অভিনেতার উপস্থিতি চোখে পড়ে। 

পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, “উন্মাদনা আরও তীব্র হতে যাচ্ছে! ভারতের সবচেয়ে দুষ্টু ফ্র্যাঞ্চাইজি শিগগিরই আপনার পথে আসছে; ট্রেইলারও শিগগিরই প্রকাশিত হবে।”

‘মাস্তি ফোর’-এর প্রযোজনায় রয়েছেন ইন্দ্র কুমার, আশোক ঠাকেরিয়া, শোভা কাপুর, একতা কাপুর ও উমেশ বানসাল। পোস্টারের তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে ২১ নভেম্বর। 

মাস্তি সিরিজের শুরু ২০০৪ সালে ইন্দ্র কুমারের পরিচালনায় হয়েছিল। এরপর এসেছে ‘গ্র্যান্ড মাস্তি’ (২০১৩) এবং ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ (২০১৬), যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 

প্রায় দশ বছর পর, আগের তিন নায়ককে নিয়ে ফের ফিরছে সিরিজটি, যেখানে থাকবে আগের মতোই হাসি, মজা এবং হুলস্থুল কাণ্ডকারখানা। নতুন কিস্তি দর্শকদের জন্য দারুণ বিনোদনের প্রতিশ্রুতি দিচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লির দূষণে ক্ষুব্ধ মীরা রাজপুত: “বাচ্চাদের শ্বাস নিতে দিন”
দিল্লির দূষণে ক্ষুব্ধ মীরা রাজপুত: “বাচ্চাদের শ্বাস নিতে দিন”
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা
জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডনের আকস্মিক মৃত্যু
জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডনের আকস্মিক মৃত্যু