• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘দেশের চিকিৎসার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল’ : মৌসুমী হামিদ

বিনোদন ডেস্ক    ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৬ পি.এম.
অভিনেত্রী মৌসুমী হামিদ। সংগৃহীত ছবি

পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী জানান, তার প্রিয় চাচার মৃত্যু তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। পোস্টের সঙ্গে তিনি প্রয়াত চাচার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।

মৌসুমী লিখেছেন, ‘সুস্থ মানুষটাকে মাটিতে দিয়ে আসলাম। আমার রক স্টার। এখন আকাশের তারা হয়ে গেল। রেস্ট ইন পিস কাকু।’

আরও যোগ করেন, ‘তোমার প্রাণহীন চেহারাটা এত হাসি মাখা ছিল যে ওই চেহারাটাই সারা জীবন মনে থাকবে। তুমি ভালো থেকো। আসতেছি আমিও শিগগিরই হয়ত। আমরা একসাথেই আবার তাড়াতাড়ি চিল করব কাকু।’

এরপর দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘এই দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি চিরতরে বিশ্বাস উঠে গেল, চিরতরে।’

তবে তার চাচার মৃত্যু নিয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।

মৌসুমীর ওই পোস্টে সহকর্মী রওনক হাসান, আহসান হাবিব নাসিমসহ অনেকেই শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লির দূষণে ক্ষুব্ধ মীরা রাজপুত: “বাচ্চাদের শ্বাস নিতে দিন”
দিল্লির দূষণে ক্ষুব্ধ মীরা রাজপুত: “বাচ্চাদের শ্বাস নিতে দিন”
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূর্ণিমা
জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডনের আকস্মিক মৃত্যু
জনপ্রিয় গায়ক ঋষভ ট্যান্ডনের আকস্মিক মৃত্যু