• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অডিও ফাঁসে প্রেমের গুঞ্জনে ববি

বিনোদন ডেস্ক    ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৯ পি.এম.
অভিনেত্রী ইয়ামিন হক ববি। সংগৃহীত ছবি

দীর্ঘদিন সিনেমা ও ব্যক্তিগত জীবন— দুই দিকেই আলোচনার বাইরে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। অবশেষে আবারও আলোচনায় এলেন তিনি, তবে সিনেমা নয়— ব্যক্তিগত বিষয়েই শিরোনাম হলেন।

সম্প্রতি ফাঁস হয়েছে ববির সঙ্গে এক চলচ্চিত্র প্রযোজকের কথোপকথনের অডিও। এতে শোনা যায়, ববি ও প্রযোজক মির্জা আবুল বাশারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ আলাপচারিতা। কথোপকথনে প্রেমের টানাপোড়েন ও মান-অভিমানও স্পষ্ট।

অভিনেত্রী ইয়ামিন হক ববি।

এর আগেই পরিচালক সাকিব সনেটের সঙ্গে ববির সম্পর্ক ভাঙার গুঞ্জন ছড়িয়েছিল। নতুন করে বাশারের সঙ্গে কথোপকথন ফাঁস হওয়ায় তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

অডিওতে ববিকে একাধিকবার বলতে শোনা যায় যে, তিনি বাশারকে ‘মন থেকে ভালোবাসেন’। তবে একই সঙ্গে অভিযোগও আনেন— সম্পর্কের কিছু বিষয়ে তিনি হতাশ।

বিতর্কের মুখে ববি দাবি করেছেন, ফাঁস হওয়া অডিওটি পুরনো এবং সম্পাদিত। তার ভাষায়, “এসব কথাবার্তা দুই-তিন বছর আগের। বিভিন্ন সময়ের কথা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। এক কথার সঙ্গে আরেকটার মিল নেই। কেউ অহেতুক ঝামেলা তৈরি করতে এগুলো ফেসবুকে প্রকাশ করেছে।”

তবে কে বা কারা এই অডিও ফাঁস করেছে, তা স্পষ্ট করেননি নায়িকা। ফলে গুঞ্জন থামছে না— এই ‘অহেতুক ঝামেলার’ পেছনে কি প্রাক্তন প্রেমিক সাকিব সনেটের হাত আছে?

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীনের মৃত্যু
‘জামতারা’ খ্যাত তরুণ অভিনেতা শচীনের মৃত্যু
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
সম্মানবোধের কারণে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মিষ্টি জান্নাত
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!
ভেলপুরি ৩৯৫, রুটি ১০৫ টাকা!