সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চন

একের পর এক প্রিয় সহকর্মী ও ঘনিষ্ঠজনের মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি বন্ধু পীযূষ পান্ডে-র মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। এর মধ্যেই এলো আরও এক দুঃসংবাদ—চলে গেলেন তার সহ-অভিনেতা ও প্রিয় বন্ধু সতীশ শাহ।
‘ভূতনাথ’ ছবিতে অমিতাভের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন সতীশ শাহ। প্রিয় সহকর্মীর মৃত্যুর খবরে গভীর শোক জানিয়ে মধ্যরাতে নিজের ব্লগে লিখেছেন ‘বিগ বি’।
অমিতাভ লিখেছেন—
‘এটি অত্যন্ত কঠিন সময়। আরও একটি দিন, আরও কিছু কাজ, আরও একজনের চলে যাওয়া। সতীশ শাহ—একজন প্রতিভাবান অভিনেতা। অনেক কম বয়সেই আমাদের ছেড়ে চলে গেলেন। খুব কঠিন সময় সকলের জন্য। প্রতিটি মুহূর্ত এখন অশুভ মনে হচ্ছে।’
তবে জীবন থেমে নেই,
সেটিও তুলে ধরেছেন এই কিংবদন্তি অভিনেতা—‘জীবন চলতেই থাকবে, এটাই নিয়ম। খারাপ সময়ের মধ্যেও নিজেকে সামলে নিতে হবে, সেটাই স্বাভাবিক ও যুক্তিসঙ্গত।’
দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন কৌতুকাভিনেতা সতীশ শাহ। সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপন করা হয়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ২৫ অক্টোবর দুপুরে খাবার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। অল্প সময়ের মধ্যেই জ্ঞান হারান। পরে অ্যাম্বুলেন্সে করে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বলিউডের সহকর্মী ও ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। অনেকে সামাজিক মাধ্যমে অমিতাভ ও সতীশ শাহের পুরোনো ছবি ও সিনেমার ক্লিপ শেয়ার করে স্মরণ করছেন দুই প্রজন্মের এই প্রিয় অভিনেতাদের।
ভিওডি বাংলা/ আ







