• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মেহজাবীন-নিশোর নতুন সিনেমা ‘দম’

বিনোদন ডেস্ক    ২৯ অক্টোবর ২০২৫, ০২:২৫ পি.এম.
মেহজাবীন চৌধুরী-আফরান নিশো-ছবি সংগৃহীত

ক্যারিয়ার, উচ্চ সফলতা ও গভীর প্রেমের বিবেচনায় মেহজাবীন চৌধুরীকে নিয়ে দীর্ঘদিন কোনো বড় গুঞ্জন তৈরি হয়নি। তবে নতুন খবর অনুযায়ী, আফরান নিশোর নতুন সিনেমা ‘দম’-এ নায়িকা হিসেবে দেখা যাবে মেহজাবীনকে। এটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক রেদওয়ান রনি, যিনি আগে আজকের শরিফুল রাজ ও নাজিফা তুষিদের সিনেমায় অভিষেক করিয়েছিলেন।

নাটকের শীর্ষ ক্যারিয়ার থেকে সাময়িক বিরতি নিয়ে মেহজাবীন এবার সিনেমার জগতে প্রবেশ করছেন। এর আগে তার ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ চলচ্চিত্রগুলো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে সাম্প্রতিককালে দুটি সিনেমা প্রকাশের পর তিনি বিয়ে করে কিছুটা সময় নিয়েছিলেন, যা নিয়ে গুঞ্জনও উঠেছিল।

এবার তৃতীয় সিনেমা ‘দম’-এ মেহজাবীনকে দেখা যাবে মোশাররফ করিম ও আফরান নিশোর সঙ্গে। আগেই শোনা যাচ্ছিল, এই সিনেমার নায়িকা হবেন পূজা চেরী। এখন গুঞ্জন উঠেছে, মেহজাবীনের কারণে পূজা বাদ পড়তে পারেন।

সবশেষে, সিনেমার সকল গুঞ্জনের সমাধান মিলবে ২৯ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘দম’-এর মহরতে। সেখানে সিনেমার মুক্তি পরিকল্পনাসহ বিস্তারিত তথ্য জানানো হবে।

সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি যৌথভাবে। এর আগে এই তিন প্রতিষ্ঠান ‘সুড়ঙ্গ’, ‘দাগী’ ও ‘তুফান’ নির্মাণ করেছিল। রেদওয়ান রনি জানিয়েছেন, ‘দম’ একজন সাধারণ মানুষের ভেতরের শক্তি ও অনুপ্রেরণার গল্প। শুটিং শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে, বাংলাদেশের পাশাপাশি সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে চলছে দৃশ্যধারণ।
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’