সালমান শাহ হত্যার মামলা:
অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে যশোরে মশাল মিছিল

বাংলা চলচ্চিত্রের এক অভিষিক্ত নায়ক সালমান শাহের মৃত্যু দেশের কোটি কোটি দর্শককে শোকাহত করেছিল। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়-সেই ঘটনাকে তখন ‘অপমৃত্যু’ বলা হয়েছিল। দীর্ঘ ২৯ বছর পর মামলাটি এবার হত্যা মামলায় রূপ নিয়েছে।
গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া মামলায় মোট ১১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন তাঁর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেত্রী লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ অনেকে। তদন্তকারী সংস্থা ও সংশ্লিষ্টরা বর্তমানে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
এদিকে, দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। কাঠেরপুল যুব সংঘের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় মণিহার সিনেমা হলের সামনে থেকে মশাল মিছিল শুরু করে সালমান শাহের ভক্তরা। শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে মণিহার সিনেমা হলের সামনে মোমবাতি প্রজ্বলন করা হয়।
মোমবাতি প্রজ্বলন শেষে বক্তব্যে ভক্তরা বলেন, “আমরা সালমান শাহের মৃত্যুর সুষ্ঠু বিচার চাই-সুস্পষ্টভাবে দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।” বিকল্প সংবাদসূত্র ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মামলার নিষ্ঠাবান তদন্তের দাবি করা হয়।
ভিওডি বাংলা/জা







