হ্যালোইনে ফিরে এলো কোল্ডপ্লের সেই ভাইরাল দৃশ্য!

ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে কনসার্টে অ্যাস্ট্রোনমার-এর প্রাক্তন সিইও অ্যান্ডি বায়রন এবং এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটকে নিয়ে যে তুমুল বিতর্ক শুরু হয়েছিল, তা হয়তো অনেকেই ভুলে গিয়েছিলেন। তবে এবারের হ্যালোইন উৎসবের মধ্য দিয়ে সেই দুই সহকর্মীর আলিঙ্গন ফের উঠে এসেছে আলোচনায়।
ঘটনাটি ঘটে গত জুলাই মাসে। কোল্ডপ্লের এক কনসার্ট চলাকালে হঠাৎই ‘কিস ক্যাম’-এর আলো গিয়ে পড়ে দর্শকাসনে বসা বায়রন ও ক্যাবটের ওপর। আচমকা এমন মুহূর্তে তারা দু’জনই স্পষ্টত অপ্রস্তুত হয়ে পড়েন।
তাদের এই অস্বস্তি দেখে মঞ্চ থেকে গায়ক ক্রিস মার্টিন রসিকতা করে বলেছিলেন- “হয়তো তারা সম্পর্কে আছেন, নয়তো তারা শুধু খুব লাজুক।”
কিন্তু সেই সামান্য রসিকতাই পরিণত হয় বড় বিতর্কে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় দৃশ্যটি। শুরু হয় তুমুল জল্পনা, সমালোচনা ও গুজব। এমনকি তাদের কর্মজীবনেও পড়ে এর প্রভাব, ওঠে পরকীয়ার অভিযোগও।
এবার হ্যালোইন ঘিরে সামাজিক মাধ্যমে সেই ভাইরাল ভিডিও নতুন করে ঘুরতে শুরু করেছে-ফের একবার আলোচনায় নিয়ে এসেছে কোল্ডপ্লের সেই বিতর্কিত কনসার্টের মুহূর্ত।
ভিওডি বাংলা/জা







