• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কৃষি ব্যাংকে নিয়োগ, নেবে ১,২৮৯ জন

ভিওডি বাংলা ডেস্ক    ২ নভেম্বর ২০২৫, ০৫:২০ পি.এম.
বাংলাদেশ কৃষি ব্যাংক। ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

চাকরিপ্রত্যাশীদের জন্য এসেছে বড় সুখবর। বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে মোট ১,৮৮০ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ বরাদ্দ পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যেখানে নিয়োগ হবে ১,২৮৯টি পদে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে দেখে নিই কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ কৃষি ব্যাংক

পদের নাম : অফিসার (সাধারণ)

পদসংখ্যা : ০১টি

লোকবল নিয়োগ : ১২৮৯ জন

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলো ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বেতন-ভাতা : ১৬,০০০-৩৮,৬৪০ স্কেল এবং তৎসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

বয়সসীমা : সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি : ২০০ টাকা (আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে)।

চাকরির ধরন : সরকারি

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মস্থল : যে কোনো স্থানে

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

ভিওডি বাংলা/ আরিফ

পিডিএফ ডাউনলোড করুন
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার পদে নেবে ৩৯৮ জন
কৃষি ব্যাংকে বড় নিয়োগ, সিনিয়র অফিসার পদে নেবে ৩৯৮ জন
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই
সোনালী ব্যাংক পিএলসিতে নিয়োগ, আবেদন করুন এখনই
আড়ংয়ে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা
আড়ংয়ে চাকরির সুযোগ, থাকছে প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা