• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অনেক বড় প্রজেক্টে আসছি: তানজিন তিশা

বিনোদন ডেস্ক    ৪ নভেম্বর ২০২৫, ০৪:৫১ পি.এম.
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি তার ক্যারিয়ার, দীর্ঘ বিরতি এবং আসন্ন কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

তিশা বলেন, “আমি কখনও বলিনি যে নাটক করব না বা ওটিটি করব না। আমি একজন অভিনেত্রী, ভালো গল্প আর অভিনয়ের সুযোগ থাকলে যেকোনো মাধ্যমেই কাজ করব-এমনকি মঞ্চ নাটকও, যদিও সেটা আমি এখনো করিনি।”

তিনি জানান, সামনের বড় একটি প্রজেক্টের জন্যই তার এই দীর্ঘ বিরতি ছিল সচেতন সিদ্ধান্ত।

“আমার মনে হয়েছে, খুব ভালো এবং বড় একটা প্রজেক্টের জন্য আমার একটা বিরতি প্রয়োজন ছিল। তাই অনেক দিন কাজ করিনি। এটা ছিল আমার নিজের চিন্তাভাবনা,” বলেন তিশা।

অভিনেত্রী আরও জানান, “একটা ভালো ও বড় কাজ করতে যাচ্ছি। আমি অনেক বেশি এক্সাইটেড। আমার টিম ছাড়া কিছু বলতে চাই না। সবার দোয়া ও সহযোগিতা চাই।”

শেষে তিনি বলেন, “ভালো কাজ দিয়েই আমি এখানে এসেছি। ভালো কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই ভবিষ্যতেও ভালো কাজ দিয়েই থাকতে চাই। কাজ সফলভাবে শেষ হলে বিস্তারিত জানাব।”

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাদের মন্তব্য গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই : ভাবনা
তাদের মন্তব্য গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই : ভাবনা
বিয়ে নিয়ে শেহনাজ গিলের খোলামেলা মন্তব্য
বিয়ে নিয়ে শেহনাজ গিলের খোলামেলা মন্তব্য
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি :  ফারিণ
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি :  ফারিণ