প্রতারণা মামলায় তানজিন তিশা

সিনেমার খাতায় নাম লেখানোর প্রস্তুতিতে থাকা জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবার জড়ালেন শাড়ি প্রতারণা মামলায়।
বুধবার (৫ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে অভিনেত্রীর বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন ‘এ্যাপোনিয়া ফ্যাশন’-এর নির্বাহী মো. আমিনুল ইসলাম। মামলাটির নম্বর সি. আর ৯৬২/২০২৫।
মামলাটি আমলে নিয়ে আদালত ‘বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি ‘ কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের এডভোকেট সলিমুল্লাহ সরকার বলেন, ‘তানজিন তিশা একজন তারকা হয়েও একজন নারী উদ্যোক্তার সঙ্গে প্রতারণা করেছেন। আইনি নোটিশ পাঠানোর পরও তিনি কোনো জবাব দেননি; বরং নিজের ফেসবুকে মানহানিকর মন্তব্য করেছেন।’
অভিযোগ অনুযায়ী, তানজিন তিশা ‘এ্যাপোনিয়া’ নামের অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকার একটি শাড়ি নিয়েছিলেন প্রমোশন করার শর্তে। তবে তিনি তা করেননি এবং অর্থও পরিশোধ করেননি বলে অভিযোগে উল্লেখ আছে।
পরে ফ্যাশন ব্র্যান্ডের কর্ণধার ঝিনুক তিশার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান, যেখানে এক সপ্তাহের মধ্যে এক লাখ টাকা ক্ষতিপূরণ ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিশা কোনো প্রতিক্রিয়া জানাননি।
ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন তিশা। তবে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি দাবি করেন, ‘ওই শাড়িটি উপহার ছিল, প্রতারণার প্রশ্নই আসে না।’
এ বিষয়ে এ্যাপোনিয়া ফ্যাশনের কর্ণধার ঝিনুক বলেন, ‘যে কোনো পেশায় নৈতিকতার গুরুত্ব আছে। শিল্পীরা মানুষের অনুপ্রেরণা, কিন্তু এমন আচরণ দুঃখজনক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায়বিচার পাব বলে বিশ্বাস করি।’
উল্লেখ্য, সম্প্রতি তানজিন তিশা শাকিব খান অভিনীত ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমা দিয়ে নতুন অধ্যায় শুরু করার আগেই এবার তাকে আইনি জটিলতার মুখে পড়তে হলো।
ভিওডি বাংলা/ আ







