পোশাক বিতর্কে পাকিস্তান ছাড়লেন টিকটকার সামিয়া হিজাব

ব্যক্তিগত ভিডিও ফাঁস ও আগের নানা কর্মকাণ্ডে আলোচিত-সমালোচিত পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটকার সামিয়া হিজাব আবারও বিতর্কে জড়িয়েছেন। পোশাক ও সামাজিক মানসিকতা নিয়ে করা এক মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠায় দেশ ছেড়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এই টিকটকার দাবি করেন, নিজের পোশাক ছোট হচ্ছে, আর এ জন্য দায়ী পাকিস্তানি জাতির চিন্তাভাবনা। তার ভাইরাল ওই ভিডিওতে সামিয়া আরও জানান, দেশের মানুষ এবং সরকারের বিচারপ্রবণ আচরণের কারণেই তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।
তিনি ভিডিওতে বলেন, ‘সময়ের সঙ্গে আমার পোশাক বদলালে সেটা আমার দোষ নয়, এটা জাতির দোষ।’
সরকার ও জনগণ-উভয়ের আচরণে হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘সরকার আর সাধারণ মানুষ-ভেতরে সবাই একই।’
নিজের অবস্থার তুলনা তিনি পাকিস্তানি ইউটিউবার রাজাব বাটের সঙ্গে করেন, যিনি কিছুদিন আগে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। সামিয়া বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও একই আচরণ করা হয়েছে, তাকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।’
নিজের পরিস্থিতির সঙ্গে ইউটিউবার রাজাব বাটের অবস্থা তুলনা করেন সামিয়া। রাজাব বাটও কয়েকমাস আগে পাকিস্তান ছেড়ে বিদেশে চলে যান। সামিয়া বলেন, ‘রাজাব বাটের সঙ্গেও তারা একই কাজ করেছে। তাকেও দেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল।’
অনেকে মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও নেটিজেনদের চাপের কারণেই শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এই টিকটকার।
ভিওডি বাংলা/জা







