অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ঐতিহাসিক ও কঠোর সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। দেশটিতে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এটিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অনলাইন শিশু সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে অন্যান্য দেশকেও অনুপ্রাণিত করতে পারে।
শুক্রবার (৭ নভেম্বর) ডেনমার্ক সরকার জানায়, শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন সুরক্ষার কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সময়ে শিশুরা মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় আসক্ত হয়ে পড়ছে, ফলে পড়াশোনা, খেলাধুলা এবং স্বাভাবিক জীবনে বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি অসামাজিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে বলে সরকারের পর্যবেক্ষণে উঠে এসেছে।
দেশটির ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্যারোলাইন স্টেজ বলেন, “অনলাইনে সহিংস ভিডিও, আত্মহত্যা ও আত্মক্ষতি বিষয়ক কনটেন্ট, সাইবার বুলিং এবং সোশ্যাল মিডিয়া আসক্তি শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করছে। এই কারণে আইনটি এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।”
সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্কে ১৩ বছরের নিচে ৯৪ শতাংশ শিশুর অন্তত একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে এবং ১০ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। এই পরিসংখ্যানকে ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে দেশটির ডিজিটাল মন্ত্রণালয়।
তবে আইনটিতে কিছুটা ছাড় রাখা হয়েছে। কোনো শিশুর বয়স ১৩ হলে এবং অভিভাবক চাইলে তারা সন্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার অনুমতি দিতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত শিশুদের শৈশব, খেলাধুলা, বিশ্রাম এবং ব্যক্তিগত বিকাশে আরও সময় দেওয়ার সুযোগ তৈরি করবে। যদিও আইনটি এখনো পরিকল্পনা পর্যায়ে রয়েছে এবং ঠিক কোন কোন প্ল্যাটফর্ম নিষিদ্ধ হবে তা নির্দিষ্ট না করা হলেও, ধারণা করা হচ্ছে—বড় ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলোই এর আওতায় পড়বে।
ভিওডি বাংলা/জা







