নিউইয়র্কে প্রথম মুসলিম বিচারক বাংলাদেশের নাবিলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের রকল্যান্ড কাউন্টির পারিবারিক আদালতের বিচারক নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ম্যাকলিওড। এই অর্জনের মধ্য দিয়ে তিনি রকল্যান্ড কাউন্টির ইতিহাসে প্রথম মুসলিম পারিবারিক আদালতের বিচারক হিসেবে নাম লিখিয়েছেন।
নাবিলা বাংলাদেশের ঢাকা জেলার দোহার উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সন্তান। তার বাবা বীর মুক্তিযোদ্ধা রসুল আশরাফ এবং চাচা বাংলাদেশের জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী।
১৯৭৯ সালে তার পরিবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমায়। নাবিলা জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন বাংলাদেশি হাই স্কুলে। ১৯৯৮ সালে তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে নির্বাহী সহকারী জেলা অ্যাটর্নি হিসেবে ক্যারিয়ার শুরু করেন।
দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে আইন পেশায় অভিজ্ঞ নাবিলা ন্যায়বিচার, সহানুভূতি ও মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। শিশু ও পরিবারের সুরক্ষা, অধিকার এবং কল্যাণ নিশ্চিতে তার বিচারিক দৃষ্টিভঙ্গি প্রশংসিত।
রকল্যান্ড কাউন্টির পরিবার ও শিশুদের কল্যাণে তার মনোযোগ, নিরপেক্ষতা এবং মানবিক বিচারিক ভূমিকা ইতিমধ্যেই তাকে স্থানীয় সম্প্রদায়ের কাছে আস্থার প্রতীক করে তুলেছে।
ভিওডি বাংলা/জা







