• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিদায় গামিনি ডি সিলভা

ক্রীড়া প্রতিবেদক    ৮ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পি.এম.
বিসিবির ন্যাশনাল কিউরেটর গামিনি ডি সিলভা। সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে আলোচিত একটি নাম গামিনি ডি সিলভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ন্যাশনাল কিউরেটর হিসেবে দীর্ঘ ১৬ বছর দায়িত্ব পালন শেষে অবশেষে বিদায় নিয়েছেন তিনি।

৬৫ বছর বয়সী গামিনি ডি সিলভা একসময় ছিলেন শ্রীলঙ্কার প্রথম শ্রেণির ক্রিকেটার এবং আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার। ২০০৯ সালে বিসিবিতে যোগ দেওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন ভেন্যুতে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মাঠ প্রস্তুতি ও তদারকির দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ২০১১ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ, তিনটি এশিয়া কাপ ও ১১টি বিপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সহকর্মী কিউরেটর ও মাঠকর্মীদের উপস্থিতিতে তাকে আবেগঘন বিদায় সংবর্ধনা জানায় বিসিবি। পরে বিসিবির পরিচালক, গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির সদস্য ও অন্যান্য কর্মকর্তারা আলাদা অনুষ্ঠানে গামিনির দীর্ঘদিনের নিষ্ঠা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্রিকবাজের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে তার সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করা হয়েছিল। তবে বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধের পর পারস্পরিক সমঝোতায় চুক্তি সমাপ্ত করা হয়েছে।

সম্প্রতি শেরে বাংলা স্টেডিয়ামে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর তাকে বদলি করে রাজশাহীতে পাঠানো হয়। বিশেষ করে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফেরার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা পরবর্তীতে গামিনির সঙ্গে বোর্ডের দূরত্ব বাড়ায় বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিক বিসিবি’: মাশরাফি
‘অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিক বিসিবি’: মাশরাফি
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম
জাহানারার অভিযোগ গুরুতর বললেন তামিম
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ
শচীন নন, ওয়ানডে ইতিহাসের সেরা ক্রিকেটার কোহলি: স্টিভ ওয়াহ