• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাড়াশে চাঁদার দাবিতে সাবেক সেনা সদস্য কে হত্যার চেষ্টা

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ৯ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে সাবেক সেনা সদস্য তারিকুর  রহমান  (৫৩) কে চাঁদার দাবিতে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।  আজ শনিবার( ৮  নভেম্বর ) একদল সন্ত্রাসীর বিরুদ্ধে তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে প্রতিপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন,  জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মাঝে কথা কাটাকাটি হয়েছে। 
ঘটনাটি ঘটেছে উপজেলার তালম গ্রামে।

অভিযোগ থেকে জানা যায়, তালম কাশিয়াপাড়া গ্রামের অবসর প্রাপ্ত সেনা সদস্য মো: তারিকুর রহমান একই গ্রামের বাসিন্দা  তার  শশুর শাশুড়ী অসুস্থ হওয়ায়,  তারা ডাক্তার দেখাতে গেলে তারিকুল  ও তার স্ত্রী ওই  বাড়িতে অবস্থান করেন।

গত ৭ নভেম্বর সকাল ৭ টার দিকে প্রতিবেশী  মৃত: আব্দুল করিম ফকিরের ছেলে নূর ফকির (৪০), সাইদুর রহমান ফকির (৩৮), জাহিদুল ইসলাম ফকির (৩৫) ও আয়নাল ফকির (৩২) ধারালো অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে  অতর্কিত আতিকুর রহমান কে হত্যার চেষ্টা করে।

এ সময় সে কৌশলে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। এতে নিরাপত্তাহীনতায় আইনী প্রতিকার চেয়ে সাবেক সেনা সদস্য আতিকুর রহমান তাড়াশ থানায় অভিযোগ দায়ের করেন। 

এ প্রসঙ্গে প্রতিপক্ষ নূর ফকির বলেন,  জমিজমা নিয়ে বিরোধ কে সে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছেন। 

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি)  মোঃ জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি।  তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুপুরে বিএনপি’র ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
মধুপুরে বিএনপি’র ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান
ব্রাহ্মণবাড়িয়ায় সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয় অবৈধ মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় সওদাগর কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয় অবৈধ মালামাল জব্দ
আমি কোনো দলের নয়, জনগণের প্রার্থী হয়ে এসেছি: কর্নেল আজাদ
আমি কোনো দলের নয়, জনগণের প্রার্থী হয়ে এসেছি: কর্নেল আজাদ