• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালদ্বীপের বাজারে প্রবেশ করল ওয়ালটন ক্যাবলস

নিজস্ব প্রতিবেদক    ৯ নভেম্বর ২০২৫, ০৫:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুপারব্র্যান্ড ওয়ালটন আন্তর্জাতিক মানের কাঁচামাল ব্যবহার করে নিরাপদ ও উচ্চমানের ক্যাবলস তৈরি করছে। দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি মালদ্বীপের মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি ওয়ালটন ক্যাবলসকে মেইন পাওয়ার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনে ব্যবহারের অনুমতি দিয়েছে।

এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটিতে ক্যাবলস রপ্তানি কার্যক্রম শুরু করেছে টেক জায়ান্ট ওয়ালটন। সেই সঙ্গে ওয়ালটনের রপ্তানি করা পণ্যের তালিকায় নতুন যুক্ত হলো ক্যাবলস প্রোডাক্ট।

ওয়ালটন ক্যাবলসের প্রোডাক্ট ম্যানেজার হাসিবুল হক জানান, মালদ্বীপে ক্যাবলস বাজারজাত আগে দেশটির ইউটিলিটি রেগুলেটরি অথরিটির কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। বাজারজাত করা ক্যাবলসের গুণগতমান কেবলমাত্র আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করলেই সংস্থাটি অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে সংস্থাটির কাছে মালদ্বীপের মেইন পাওয়ার সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশনে ওয়ালটন ক্যাবলস ব্যবহারের অনুমতিপত্র দেওয়ার আবদেন করে দেশটিতে নিযুক্ত ওয়ালটনের পরিবেশক ‘রানফাউন প্রাইভেট লিমিটেড’। আবেদনের পরিপ্রেক্ষিতে ওয়ালটন ক্যাবলসের আন্তর্জাতিক মানদণ্ড পরীক্ষা-নিরীক্ষা করে মালে ইউটিলিটি রেগুলেটরি অথরিটি। ওয়ালটন ক্যাবলসের গুণগতমান আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করায় সংস্থাটি রানফাউন’কে ওয়ালটন ক্যাবলস বাজারজাতের অনুমতিপত্র দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে এরইমধ্যে বাংলাদেশ থেকে ওয়ালটন ক্যাবলসের দুটি শিপমেন্ট মালে পাঠানো হয়েছে। আরো কয়েকটি শিপমেন্ট পাঠানোর কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

ওয়ালটনের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ বলেন, মালদ্বীপের ক্যাবলস বাজারে প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলারের সম্ভাবনা রয়েছে। ওয়ালটন নিরাপদ ও উন্নতমানের ক্যাবলস সরবরাহের মাধ্যমে এ বাজারে দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। দেশের হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন ও টেইলরমেইডসহ সব ধরনের ক্যাবলস উৎপাদন ও রপ্তানি করে থাকে ওয়ালটন। মালদ্বীপের পর আরও ৪টি দেশে রপ্তানি সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ওয়ালটন দেশে হাউজহোল্ড, ইন্ডাস্ট্রিয়াল, কমিউনিকেশন, টেইলরমেইডসহ সব ধরনের ক্যাবলস উৎপাদন ও বাজারজাত করছে। নিরাপদ ও উন্নতমানের হওয়ায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটন ক্যাবলসের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। এরইমধ্যে স্থানীয় বাজারে চলতি অর্থবছরে ওয়ালটনের উল্লেখযোগ্য অঙ্কের ক্যাবলস বিক্রি হয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি ওয়ালটন ক্যাবলসের রপ্তানিও দ্রুত বাড়ছে। যার পরিপ্রেক্ষিতে মালদ্বীপের পর শিগগিরই আরও ৪টি নতুন দেশে ওয়ালটন ক্যাবলসের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর
দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে: গভর্নর
পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু
পাকিস্তান-বাংলাদেশ সরাসরি বাণিজ্য জাহাজ চলাচল শুরু
শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসের দাম চড়া
শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসের দাম চড়া