আজ সিঙ্গেল ডে:
একা থাকার আনন্দ উদযাপনের দিন

আজ ১১ নভেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘সিঙ্গেল ডে’-একা থাকার আনন্দ ও আত্মপ্রেম উদযাপনের দিন। একা থাকা মানে নিঃসঙ্গতা নয়; বরং এটি নিজের স্বাধীনতা, স্বকীয়তা ও ব্যক্তিগত সুখকে উদযাপনের উপলক্ষ।
অনেকের চোখে সিঙ্গেল থাকার মানে ঝামেলাহীন, দায়মুক্ত ও মুক্ত জীবন- যেখানে নেই সম্পর্কের টানাপড়েন, কৈফিয়তের চাপ বা মন খারাপের হিসেব। কেউ প্রেমে ব্যর্থ হয়ে একা থাকার পথ বেছে নেন, কেউ আবার নিজের ইচ্ছায় বেছে নেন স্বাধীন জীবনযাপন। একাকিত্বকে বিষাদ নয়, অনেকেই দেখেন আত্মআবিষ্কারের সুন্দর যাত্রা হিসেবে।
সিঙ্গেল ডে’র যাত্রা শুরু চীনে
১৯৯৩ সালে নানজিং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রথম এই দিন উদযাপন করেন। প্রেমে ব্যর্থ হলেও জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখা সেই শিক্ষার্থীরাই ১১-১১ তারিখকে বেছে নেন, কারণ ‘১১-১১’-এর চারটি ‘১’ একক মানুষের প্রতীক— যা একসঙ্গে বহু একার সম্মিলিত আনন্দ তুলে ধরে।
প্রথমদিকে এটি ভালোবাসা দিবসের বিপরীতে ‘সিঙ্গেলদের উৎসব’ হিসেবে জনপ্রিয় হয়, পরে ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
‘ডেজ অব দ্য ইয়ার’–এর তথ্যানুসারে, এই দিবসকে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন টমাস ও রুথ রয়। তাদের উদ্দেশ্য ছিল— সমাজ যেন একা থাকাকে লজ্জা নয়, আত্মমর্যাদা ও গর্বের দৃষ্টিতে দেখে।
তাই আজকের দিনে বার্তা একটাই
একা থাকা মানেই শূন্যতা নয়, বরং নিজেকে ভালোবাসার পূর্ণতা; স্বাধীনতার মিষ্টি ছোঁয়া।
ভিওডি বাংলা/জা







