• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুবিন গার্গকে হারিয়ে শোকে স্তব্ধ অসুস্থ বাবা–স্ত্রী

বিনোদন ডেস্ক    ১১ নভেম্বর ২০২৫, ০৪:০৭ পি.এম.
সংগীতশিল্পী জুবিন গার্গ-সংগৃহীত ছবি

সংগীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও সংগীতাঙ্গনে। প্রিয় এই শিল্পীর চলে যাওয়া শুধু ভক্তদের মাঝেই নয়, গভীর বেদনার ক্ষত তৈরি করেছে তার পরিবারেও। ছেলের শোকে অসুস্থ জুবিনের বৃদ্ধ বাবা, আর শারীরিক-মানসিক ধকলে হাসপাতালে তার স্ত্রী গরিমা গার্গ শইকীয়া।

সম্প্রতি প্রয়াত বন্ধুর পরিবারের সঙ্গে দেখা করেছেন সংগীতশিল্পী জোজো মুখার্জি। ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, শোকের কারণে প্রথমদিকে দেখা করতে না পারলেও পরে উত্তরবঙ্গে শাশুড়ির শ্রাদ্ধ শেষে আসামে যান তিনি। সেখানেই দেখা করেন জুবিনের বাবা ও স্ত্রী গরিমার সঙ্গে।

জোজো বলেন, “জুবিনের বাবা আগেই অসুস্থ ছিলেন, এখন ছেলেকে হারিয়ে আরও ভেঙে পড়েছেন। শারীরিক-মানসিকভাবে বিপর্যস্ত। মনে হলো, যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। সবকিছুতেই এক অদ্ভুত স্থবিরতা নেমে এসেছে।”

এদিকে, শোক ও শারীরিক অসুস্থতার ধকল সামলাতে না পেরে হাসপাতালে ভর্তি রয়েছেন স্ত্রী গরিমা। তার সঙ্গেও দীর্ঘ কথা বলার সুযোগ হয়নি জোজোর।

প্রিয় বন্ধুর অকালমৃত্যু নিয়ে আক্ষেপ প্রকাশ করে গরিমাকে উদ্দেশ্য করে জোজো বলেন, “গরিমা যদি সিঙ্গাপুরে জুবিনের সঙ্গে থাকতেন, হয়তো এমনটা হতো না।”

জুবিনের মৃত্যুতে পরিবার এখন গভীর শোক ও নিঃসঙ্গতার মধ্য দিয়ে দিন পার করছে। তার স্মৃতিই যেন এখন তাদের বেঁচে থাকার একমাত্র আশ্রয়।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
শাবনূরকে ঘিরে নতুন বিস্ফোরক দাবি
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন
মেটা এআইয়ের নতুন কণ্ঠস্বর দীপিকা পাড়ুকোন
পরীমণি জানালেন ফিটনেসের সহজ রহস্য
পরীমণি জানালেন ফিটনেসের সহজ রহস্য