ওভারিয়ান সিস্ট ঝুঁকি: মেয়েদের সতর্ক হওয়া উচিত

ওজন বেশি বা স্থূলত্ব থাকা মহিলাদের জরায়ুতে সিস্ট হওয়ার আশঙ্কা বেশি এমন কথাও শোনা যায়। তবে চিকিৎসকরা বলছেন, ওজন বেশি মানেই সিস্ট হবে, তা নয়। জরায়ুতে ‘ওভারিয়ান সিস্ট’ হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করে। তাই ঝুঁকির বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি।
ওভারিয়ান সিস্ট কী:
‘ওভারিয়ান সিস্ট’ হল ডিম্বাশয়ের ভিতরে থাকা থলির মতো মাংসল পিণ্ড, যার ভিতরে রক্ত বা তরল পদার্থ থাকতে পারে। চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায়ের মতে, সিস্ট মানেই ক্যানসার নয়। এটি একটি টিউমার জাতীয় বৃদ্ধি, যা ক্যানসারযুক্ত (ম্যালিগন্যান্ট) অথবা ক্যানসারহীন (বিনাইন) হতে পারে। তবে সিস্টের দেওয়াল পুরু হলে এবং কোষের অনিয়মিত বিভাজন শুরু হলে ক্যানসারের ঝুঁকি বাড়ে।
কোন বয়স থেকে ঝুঁকি বাড়ে:
বয়ঃসন্ধিকাল থেকেই মেয়েদের জরায়ুতে সিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এই সিস্ট তাড়াতাড়ি সেরে যায়।
তবে রজোনিবৃত্তির পর (menopause) সিস্ট হলে তা বিপজ্জনক হতে পারে। কারণ এই সময়ে শরীরে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের ভারসাম্য পরিবর্তিত হয়, যা সিস্টকে মারাত্মক আকারে বৃদ্ধি এবং অনিয়মিত রক্তপাতের ঝুঁকি তৈরি করতে পারে।
উচ্চ ঝুঁকির গ্রুপ:
যাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) রয়েছে- যাদের এন্ডোমেট্রিওসিস আছে, হরমোন থেরাপি নেওয়া মহিলারা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে এমন নারীরা, অন্য কোনো ক্যানসারের চিকিৎসা যেমন রেডিয়োথেরাপি বা কেমোথেরাপি নিয়েছেন ও স্তন ক্যানসারের ওষুধ ব্যবহারকারীরা।
সম্ভাব্য জটিলতা ও চিকিৎসা:
ডিম্বাশয়ে সিস্ট থাকলে ডিম্বাণু পরিপক্ব হতে বা বেরোতে সমস্যা হতে পারে, ফলে গর্ভধারণে জটিলতা দেখা দিতে পারে। তবে অধিকাংশ সিস্ট বিনাইন এবং ওষুধ ও নিয়মিত পর্যবেক্ষণে নিয়ন্ত্রণযোগ্য। ক্যানসারের সম্ভাবনা থাকলে CA-125 টেস্ট, আলট্রাসাউন্ড এবং প্রয়োজনে সার্জারি করা হয়। সব সিস্টের অস্ত্রোপচার প্রয়োজন হয় না।
চিকিৎসকদের পরামর্শ:
১৪ বছর বয়সের পর থেকেই মেয়েদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি- মাসিক অনিয়ম, তলপেটে ব্যথা, ওজন বৃদ্ধি বা মুখে ব্রণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
ও রজোনিবৃত্তির পর অনিয়মিত রক্তপাত হলে দ্রুত গাইনোকলজিস্টের কাছে যেতে হবে।
চিকিৎসকদের মতে, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থাকলে ওভারিয়ান সিস্ট বড় সমস্যা নয়। সময়মতো ধরা পড়লে এটি সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ভিওডি বাংলা/জা







