নতুন লুকে মুগ্ধতা ছড়ালেন মিম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সমানভাবে সক্রিয়। নানা সময় ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করতে ভালোবাসেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।
জন্মদিনের রেশ কাটতে না কাটতেই নতুন এক লুকে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার দুপুরে সামাজিক মাধ্যমে এক ডজন ছবি প্রকাশ করেন মিম। মুহূর্তেই ছবিগুলোতে মুগ্ধতা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।

ছবিগুলোতে মিমকে দেখা যায় ক্লাসিক ও আভিজাত্যের এক অনন্য মিশ্রণে। তার পরনে ছিল গাঢ় খয়েরি বা মেরুন রঙের স্লিভলেস ফ্লোর-লেংথ পোশাক। কোমরে কালো সরু বেল্ট যুক্ত পোশাকটি তার সাজে এনে দিয়েছে বাড়তি মাত্রা।

খোলা চুলে ছিল ভিনটেজ ঢেউ— যা তার সাজকে দিয়েছে ‘ওল্ড হলিউড’ গ্ল্যামার। কখনো চোখে স্টাইলিশ রোদচশমা, কখনো বা সেটি মাথায় তুলে নিয়ে দিয়েছেন একের পর এক পোজ। মৃদু হাসি আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে মিম যেন কোনো প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা রাজকুমারী।
তার এই ‘মেরুন কুইন লুক’ প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভরে গেছে মন্তব্য বাক্স। কেউ লিখেছেন, “আপনাকে রানির মতো লাগছে।” আবার কেউ লিখেছেন, “দিন দিন আরও সুন্দর হচ্ছেন।” অনেকেই আগুন ও ভালোবাসার ইমোজি দিয়ে জানিয়েছেন মুগ্ধতা।

অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি মিমের আরেকটি পরিচয় হলো— তিনি ‘ভ্রমণকন্যা’। দেশ-বিদেশের নানা প্রান্তে ঘুরে বেড়াতে ভালোবাসেন এই তারকা। কখনো থাইল্যান্ড, কখনো মালদ্বীপ কিংবা ইউরোপের কোনো শহর— প্রায়ই সেখান থেকে ভক্তদের জন্য শেয়ার করেন নিজের ভ্রমণ মুহূর্ত।
কয়েক দিন আগেই পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন তিনি। আর তার পরই রাজকীয় রূপে নতুনভাবে হাজির হয়ে আবারও আলোচনায় মিম।
ভিওডি বাংলা/ আ







