• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফের বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা

বিনোদন ডেস্ক    ১৫ নভেম্বর ২০২৫, ০৩:৩৮ পি.এম.
নিউইয়র্কে বিয়ের পর অমিতাভ রেজা ও মুশফিকা মাসুদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ফের বিয়ের পিঁড়িতে বসলেন।

শুক্রবার (১৪ নভেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বর-কনে। পাত্রীর নাম মুশফিকা মাসুদ-পেশায় তিনি চিত্রনাট্যকার ও পরিচালক। নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিয়ের খবর জানান অমিতাভ ও মুশফিকা।

শুক্রবার বাংলাদেশ সময় রাত পৌনে একটার দিকে স্ত্রীসহ একগুচ্ছ ছবি প্রকাশ করেন অমিতাভ রেজা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “হ্যাঁ, এটা এখন আনুষ্ঠানিকভাবে নিশ্চিত। আলো আর অন্ধকারের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিলাম। চলো নতুন করে শুরু করা যাক, প্রিয় মুশফিকা মাসুদ।”

এর আগে দু’জনের আরেকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, “কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারও সাথে জীবন কাটাব। আহারে জীবন…”

মুশফিকা মাসুদ যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশনে এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশনে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করে।

এর আগে অমিতাভ রেজা অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউটিউবে ‘রঙ্গনা’, ফেসবুকে যা জানালেন শাবনূর
ইউটিউবে ‘রঙ্গনা’, ফেসবুকে যা জানালেন শাবনূর
শ্রেয়া ঘোষালের কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা
শ্রেয়া ঘোষালের কনসার্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা
স্থগিত জেমস–আলী আজমত কনসার্ট
স্থগিত জেমস–আলী আজমত কনসার্ট