নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’

রোমান্স, পারিবারিক টানাপোড়েন আর প্রবাস জীবন-এসব উপাদান নিয়ে তৈরি হয়েছে নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’। মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহিকে নিয়ে নির্মিত এই নাটকটি বছরের শেষ ভাগে দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন নির্মাতা বি ইউ শুভ। আধুনিক গল্পের মধ্যে থাকবে মিষ্টি রোমান্টিক-কমেডির রংও।
একসময় রোমান্টিক নাটকে বিশেষ পরিচিতি পাওয়া নির্মাতা বি ইউ শুভ দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে দর্শকদের সামনে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। বিশেষ উপলক্ষে তার নাটক দেখার আলাদা আগ্রহ থাকে দর্শকদের মাঝে। বিরতির পর নতুন গল্প নিয়ে আবারও ফিরেছেন তিনি, আর এবার পুরো মনোযোগ ছিল নাটক নির্মাণেই।
শুভ জানান, তার ক্যারিয়ারের ৭৪৯টি নাটকের মধ্যে সবচেয়ে বেশি কাজ করেছেন সজল, অপূর্ব ও আফরান নিশোর সঙ্গে। তবে ব্যস্ততার কারণে অপূর্ব ও নিশো এবার সময় দিতে না পারায় নতুন জুটি হিসেবে মুশফিক আর ফারহান ও সামিরা খান মাহিকে নিয়ে কাজ করেছেন তিনি। নতুন জুটি হলেও শুটিং সেটে বোঝাপড়াটা ছিল চমৎকার।
নাটকের অন্যতম বৈশিষ্ট্য এর নির্মাণশৈলী। শুভ বলেন, “এটি একটি সুন্দর ফ্যামিলি ড্রামা। সঙ্গে থাকবে প্রবাসী বাঙালিদের জীবনের বাস্তব অনুভূতি। দর্শক রোমান্সের পাশাপাশি কমেডির স্বাদও পাবেন।”
শুটিংয়ে ব্যবহার করা হয়েছে রেড ক্যামেরা, যা সাধারণত নাটকে খুব কমই ব্যবহৃত হয়। টানা চার দিন ধরে রেড ক্যামেরায় শুটিং করে নির্মাণমান আরও উন্নত করার চেষ্টা করেছেন তিনি।
২০১১ সালে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ দিয়ে পরিচালনায় পথচলা শুরু করেছিলেন বি ইউ শুভ। তার সর্বশেষ কাজ ছিল তারিক আনাম খান অভিনীত ‘পরিচয়’। এবার তিনি নিয়ে এসেছেন নতুন নাটক ‘শুধু তোমারই অপেক্ষায়’।
সব মিলিয়ে রোমান্স, পরিবার ও প্রবাস জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে সাজানো এই নাটকটি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলেই আশা নির্মাতার।
ভিওডি বাংলা/জা






