মেডিকেল টেকনোলজিস্টদের বেতন দশম গ্রেডে উন্নতিকরনের দাবি

মেডিকেল টেকনোলজিস্টদের বেতন ১০ গ্রেডে উন্নতিকরনের দাবি জানিয়েছে সম্মিলিত তরুন পেশাজীবি পরিষদ।
বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত তরুন পেশাজীবি পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
মানবন্ধনে উপস্থিত ছিলেন টিম রনভেরীর মুখপাত্র আব্দুল কারিম রাজ,তারুন্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদের দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম,বাংলাদেশ ডিজিএফপি এমটিএর সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ খান প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় বরাবরই মেডিকেল টেকনোলজিস্টরা গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তারা নানাবিধ বৈষম্যে জর্জরিত। এ পেশার সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় তিন দশকেও দশম গ্রেডের পদমর্যাদা বাস্তবায়িত না হওয়া। মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়টি নতুন কোন বিষয় নয়। ১৯৮৯ সাল পরবর্তী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবিদের দশম গ্রেড বা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দাবীটি অব্যাহতভাবে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে বারংবার উপস্থাপিত হয়ে আসছে।জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারি দেয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতাই তৈরি করেছে।
তিন দশকেরও বেশি সময় ধরে মেডিকেল টেকনোলজিস্টদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর প্রক্রিয়া আটকে রয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা ও বেতন স্কেল বাড়ানোর পর থেকেই আমাদের দাবী তুলে ধরে আসছি। অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড পদমর্যাদার দাবি পুনরায় আলোচনায় এসেছে। এ নিয়ে গত ২ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত এলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বলে আমাদের মনে হলেও পুনরায় হতাশ হতে হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জানিয়েছে,মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়িত হলে কোন আইন, বিধিমালা, প্রবিধিমালা, কোড ইত্যাদিতে তেমন কোন সংশোধনী আনয়নের প্রয়োজন হবেনা। এমনকি বেতন স্কেল ও পদমর্যাদা উন্নীত করা হলে চেইন অব কমান্ডেরও কোনরুপ সমস্যা হবে না বলে সুপারিশ করা হয়েছে। ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি সকল ধাপ অতিক্রম করে, সকল কোয়ারির জবাব সম্পন্ন করে বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের এর অপেক্ষায় রয়েছে।
সুতরাং স্বাস্থ্য উপদেষ্টার মৌখিক ঘোষণা অনুযয়ী আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের পদমর্যাদা ও বেতনস্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের জন্য দ্রুত অনুরোধ জানাচ্ছি।
ভিওডি বাংলা/ এমএইচ




