• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিএনপির নেতাদের মধ্যে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে রোববার সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ও বিকালে শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতে ইসলামির নেতারা ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় পৌঁছান শেরিং তোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচায় বরণ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সময় গর্ব করার মতো কি ভূমিকা ছিল আপনাদের : সালাম
মুক্তিযুদ্ধের সময় গর্ব করার মতো কি ভূমিকা ছিল আপনাদের : সালাম
দেশপ্রেমিকদের  বারবার অবজ্ঞা করেছিল ফ্যাসিস্ট সরকার: রহমাতুল্লাহ
দেশপ্রেমিকদের বারবার অবজ্ঞা করেছিল ফ্যাসিস্ট সরকার: রহমাতুল্লাহ
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া