ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের মামলায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দেওয়া এই রায়ে বোলসোনারোর আর কোনো আপিলের সুযোগ নেই বলে জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পরও ক্ষমতায় থাকার পরিকল্পনা ও অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ৭০ বছর বয়সী ডানপন্থি এই নেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
গৃহবন্দি অবস্থায় থাকা বোলসোনারোকে পালানোর ঝুঁকি বিবেচনায় শনিবার কারাগারে স্থানান্তর করা হয়। ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ কারাগারে তিনি সাজা ভোগ শুরু করেছেন।
আদালতের নথিতে উল্লেখ রয়েছে, তিনি গোড়ালিতে লাগানো মনিটর একটি শোল্ডারিং আয়রন দিয়ে খুলে ফেলার চেষ্টা করেছিলেন। তবে বোলসোনারো দাবি করেন, তার পালানোর কোনো ইচ্ছা ছিল না, ওষুধের প্রভাবে মনিটর ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিচারপতি মোরায়েস তার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বোলসোনারোর স্বাস্থ্যের অবনতি হচ্ছে।
গত সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত করার সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, লুলা দা সিলভা, তার ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জেরাদো আলকমিন এবং বিচারপতি মোরায়েসকে হত্যার পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন বোলসোনারো।
যদিও সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমর্থন না পাওয়ায় ওই ষড়যন্ত্র সফল হয়নি এবং ২০২৩ সালের ১ জানুয়ারি শান্তিপূর্ণভাবে লুলা দা সিলভা শপথ নেন।
তবে এক সপ্তাহ পরে হাজারো বোলসোনারো সমর্থক ব্রাসিলিয়ায় সরকারি ভবন দখল করে অরাজকতা সৃষ্টি করে। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করে।
রায়ে বলা হয়েছে, বোলসোনারো দাঙ্গাকারীদের উসকে দিয়েছেন এবং সামরিক বাহিনীর সহায়তায় ক্ষমতায় ফেরার পরিকল্পনা করেছিলেন।
এ ছাড়া সাজা শেষ হওয়ার আট বছর পর পর্যন্ত তিনি কোনো সরকারি পদে প্রার্থী হতে পারবেন না, অর্থাৎ ২০৬০ সাল পর্যন্ত নির্বাচনমুখী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকবেন।
বিচার প্রক্রিয়াকে ‘উইচ হান্ট’ আখ্যা দিয়ে বোলসোনারো দাবি করেছেন, তাকে ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতেই এই রায় দেওয়া হয়েছে।
বিচারপতি মোরায়েস জানিয়েছেন, এই ষড়যন্ত্রে জড়িত এবং দোষী সাব্যস্ত সাবেক নিরাপত্তামন্ত্রী অগুস্তো হেলেনো ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল পাওলো সেরজিও নোগুয়েইরাসহ অন্যদেরও সাজা ভোগ করতে হবে।
ভিওডি বাংলা/জা







