• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কণ্ঠশিল্পী জেনস সুমনের মৃত্যু

বিনোদন ডেস্ক    ২৮ নভেম্বর ২০২৫, ০৬:৪২ পি.এম.
কণ্ঠশিল্পী জেনস সুমন। সংগৃহীত ছবি

নব্বই দশকে ‘একটা চাদর হবে’ গানটির মাধ্যমে আলোচনা কাড়ানো কণ্ঠশিল্পী জেনস সুমন আর নেই। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ও গীতিকার ইথুন বাবু।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।

জেনস সুমনের জন্মনাম গালিব আহসান মেহেদি। বাংলাদেশ টেলিভিশনের একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ২০০২ সালে ‘একটা চাদর হবে’ গানটি পরিবেশনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে প্রায় ৩০০ গান উপহার দিয়েছেন এই শিল্পী।

১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয়। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।

২০০৮ সালে প্রকাশিত হয় তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা ও জনপ্রিয়তা বজায় ছিল তার প্রতি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
রেড সি চলচ্চিত্র উৎসবে আলিয়ার সম্মাননা
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
অনুমতি না পেয়ে বাতিল আতিফ আসলামের কনসার্ট
‘সুগার মামি হওয়ার বয়স এখন!’
কুসুম শিকদার ‘সুগার মামি হওয়ার বয়স এখন!’