• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
আ. লীগ ছিল গণতন্ত্রের ভয়ংকর শত্রু : তারেক রহমান সব দল প্রস্তুত হওয়ার পর তফশিল চায় এনসিপি খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়ার আয়োজন রাষ্ট্রপতির স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার জুলাই হত্যাকারীদের ফেরানো আমাদের শপথ: প্রেস সচিব কড়াইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের আর্থিক অনুদান বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

সিল্কি, শাইনি ও হেলদি চুলের জন্য ঘরোয়া সহজ টিপস

লাইফস্টাইল    ৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চুলের যত্ন শুধুমাত্র তেল, শ্যাম্পু বা কন্ডিশনারে সীমাবদ্ধ নয়। বাড়িতেই এমন কিছু প্রাকৃতিক উপায় আছে, যা নিয়মিত ব্যবহার করলে চুল পড়া, রুক্ষতা এবং খুশকি কমে যায়। চুল হয়ে ওঠে নরম, ঝলমলে ও স্বাস্থ্যকর।

ঘরোয়া হেয়ার টিপস:

চাল ধোয়া পানি (Rice Water Rinse):
চুল ধোয়ার পর শেষবার চালের পানি দিয়ে ধুয়ে নিলে চুলে প্রাকৃতিক অ্যামাইনো অ্যাসিড ও ভিটামিন-ই পৌঁছায়।
ফলাফল: চুল নরম, সিল্কি ও ঘন।
ব্যবহার: সপ্তাহে ২-৩ বার।

কালো চা রিন্স (Black Tea Rinse):
এক কাপ কালো চা ফোটিয়ে ঠান্ডা করে চুলে লাগিয়ে ১৫ মিনিট রাখুন।
ফলাফল: চুলে প্রাকৃতিক কন্ডিশনারের মতো কাজ করে এবং উজ্জ্বলতা আনে।

নারকেল দুধ + মধুর হেয়ার মাস্ক:
২ টেবিলচামচ নারকেল দুধে ১ টেবিলচামচ মধু মিশিয়ে স্ক্যাল্পে ২০ মিনিট লাগান।
ফলাফল: চুল ময়েশ্চারাইজড, সফট ও সিল্কি।

জবা ফুল ও দই প্যাক (Hibiscus + Yogurt Pack):
২টি জবা ফুল বেটে ২ টেবিলচামচ দইয়ের সাথে মিশিয়ে ৩০ মিনিট চুলে লাগান।
ফলাফল: চুলে শাইন আসে এবং স্প্লিট এন্ড কমে।

লেবু ও অ্যালোভেরা জেল (Lemon + Aloe Vera):
১ টেবিলচামচ লেবুর রস ও ২ টেবিলচামচ অ্যালোভেরা জেল মিশিয়ে স্কাল্পে ১৫ মিনিট রাখুন।
ফলাফল: খুশকি কমায় ও চুলে প্রাকৃতিক গ্লো আনে।

অ্যাভোকাডো ও অলিভ অয়েল মাস্ক:
আধা অ্যাভোকাডো বেটে ১ টেবিলচামচ অলিভ অয়েল মিশিয়ে ২৫ মিনিট চুলে লাগান।
ফলাফল: চুলে গভীর পুষ্টি ও চকচকে ভাব আনে।

মেথি ও দুধ পেস্ট:
২ টেবিলচামচ ভিজানো মেথি বেটে দুধের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে ৩০ মিনিট লাগান।
ফলাফল: চুল পড়া কমায় এবং রুক্ষতা দূর করে।

কলা ও দুধের স্মুদি প্যাক:
১টি পাকা কলা ও আধা কাপ দুধ ব্লেন্ড করে চুলে ২০ মিনিট লাগান।
ফলাফল: চুল মসৃণ ও প্রাকৃতিকভাবে গ্লোয়িং।

ভিটামিন ই ও ক্যাস্টর অয়েল মিক্স:
১ ক্যাপসুল ভিটামিন ই অয়েল ও ১ টেবিলচামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে রাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন।
ফলাফল: রুট শক্ত করে এবং চুলে শাইন আনে।

গোলাপজল ও অ্যালোভেরা টনিক (Leave-in Spray):
২ টেবিলচামচ গোলাপজল ও ১ টেবিলচামচ অ্যালোভেরা জেল মিশিয়ে স্প্রে বোতলে রাখুন। প্রতিদিন হালকা স্প্রে করলে চুল থাকে হাইড্রেটেড ও ফ্রিজ-ফ্রি।

প্রাকৃতিক এই ঘরোয়া টিপসগুলো নিয়মিত ব্যবহার করলে চুল হবে আরও সিল্কি, শাইনি ও হেলদি। চুলের যত্ন এখন সহজ, স্বাভাবিক এবং সুন্দর!

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
মৌমাছির বিষে এক ঘণ্টায় ধ্বংস স্তন ক্যানসার কোষ
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা
বাড়িতে সহজে তৈরি করুন সুস্বাদু বেগুন-টমেটোর ভর্তা
রোদ ও শীতের ত্বক রক্ষার সহজ উপায়
বাড়িতে তৈরি সানস্ক্রিন: রোদ ও শীতের ত্বক রক্ষার সহজ উপায়